।। প্রথম কলকাতা।।
Covid Update: চিনে অস্থির অবস্থা সৃষ্টিকারী করোনার নয়া ভ্যারিয়েন্ট বিএফ. ৭ (BF.7) বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। সে দেশের একাধিক মানুষ সংক্রমিত হয়েছেন করোনায় ( Corona) । এই মত পরিস্থিতিতে ভারতে ( India) বাড়ল আরও এক করোনা সংক্রমিতের সংখ্যা। চিন ( China? ফেরত এক যুবকের শরীরে নয়া ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে । তাজ নগরী আগ্রার বাসিন্দা ওই যুবকের একটি বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষা করানো হয়। রবিবার তাঁর টেস্ট রিপোর্ট পজেটিভ আসায় যুবকের বাড়িতে এসে উপস্থিত হয় স্বাস্থ্য দফতরের একটি দল। করোনা সংক্রমিত ওই যুবককে ইতিমধ্যে নিভৃতবাসে রাখা হয়েছে।
জানা যায়, ২৩ ডিসেম্বর তিনি চিন থেকে আগ্রায় ফিরে আসেন। আর তারপরেই তাঁর পরীক্ষা করা হয়েছিল। ইতিমধ্যে ওই যুবকের সংস্পর্শে আর কারা কারা এসেছেন তাদের খোঁজ চলছে । কারণ সেই সকল ব্যক্তিদেরও করোনা টেস্ট করানো হবে। অন্যদিকে চিনের কোভিড পরিস্থিতি দেখে আগেভাগেই সতর্কতা অবলম্বন করেছিল ভারত সরকার । ইতিমধ্যেই দু দফা বৈঠক হয়ে গিয়েছে করোনা পরিস্থিতি নিয়ে । ভারতে খুব বেশি এই নয়া ভ্যারিয়েন্টের বাড়বাড়ন্ত না দেখা গেলেও ইতিমধ্যে গুজরাট ও উড়িষ্যায় বেশ কিছু জন্য শরীরে এর হদিশ মিলেছে। যা দেশবাসীর মনে আতঙ্ক সৃষ্টি করার জন্য যথেষ্ট।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে তরফ থেকে শনিবারই ঘোষণা করা হয়েছে চিন ,জাপান, সাউথ কোরিয়া এবং সিঙ্গাপুর ও থাইল্যান্ড প্রভৃতি জায়গা থেকে আসা যাত্রীদেরকে অবশ্যই আরটি-পিসিআর পরীক্ষা করতে হবে। তা এক প্রকার বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ভারতে। এছাড়াও বিদেশ ফেরত যাত্রীদেরকে বিমানবন্দরে এয়ার সুবিধা আবেদন পত্র পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে যাত্রীদেরকে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে হবে। যেকোনো দেশ থেকে আসা যাত্রীদের জন্য এই নিয়ম লাগু করা হয়েছে।
অন্যদিকে শনিবার দিল্লি বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের কোভিড পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। মুম্বই, মধ্যপ্রদেশের বিমানবন্দর গুলিতেও করোনা পরীক্ষা শুরু হয়েছে গতকাল থেকেই । কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে দেশবাসীকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। মাস্ক স্যানিটাইজার এর ব্যবহার পুনরায় শুরু করতে বলা হয়েছে। একইসঙ্গে কোভিড টিকাকরণের উপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও কেন্দ্রের তরফ থেকে প্রত্যেকটি রাজ্যকে কতগুলো নির্দেশিকা দেওয়া হয়েছে । পাশাপাশি স্থানীয় স্তরে সচেতনতা বৃদ্ধি করার কথাও বলা হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম