।। প্রথম কলকাতা।।
Oily Skin Moisturizer : শীতের মরশুমে আপনি যতই ঘরে থাকুন না কেন, একটা শুষ্ক আবহাওয়া আপনার ত্বক শুষ্ক করে দেওয়ার জন্য সব সময় তৈরি থাকে। তাই নিজের ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচানোর জন্য পুরনো দিনের মানুষরা নারকেল তেল বা সরষের তেল ব্যবহার করতেন। কিন্তু এখনকার খুব কম সংখ্যক মানুষ এই নারকেল তেল বা সরষের তেলের উপর ভরসা রাখেন। তাঁরা মূলত শীতকাল জুড়ে নিজেদের ত্বককে আর্দ্র রাখার জন্য, ময়েশ্চারাইজ করার জন্য ব্যবহার করেন কোল্ড ক্রিম এবং বডি লোশন। তবে অনেকের ধারণা অয়েলি স্কিনে (Oily Skin) আলাদা করে ময়েশ্চারাইজার ( Moisturizer) ব্যবহার করার কোন প্রয়োজন নেই।
এই ধরনের চিন্তাভাবনা যারা মনে পোষণ করেন আপনিও তাদের মধ্যে একজন নন তো ? কারণ এই ধারণা একেবারেই ভুল । যতই স্কিন ওয়েলি হোক না কেন তবুও সঠিক ময়েশ্চারাইজার প্রয়োজন। অয়েলি স্কিনের মানুষেরা যখন মুখ ধুয়ে আসেন তখন তাদের মুখের উপরে জমে থাকা তেল সরে যায় । দেখা যায় শুষ্ক ত্বক। আর সেই ত্বক দেখে পরিষ্কার বোঝা যায় তাতেও আর্দ্রতার প্রয়োজন রয়েছে। ওই আর্দ্রতা ফিরিয়ে আনার জন্য আপনাকে ময়েশ্চারাইজার ব্যবহার করতেই হবে। অনেকেরই টি জোন অতিরিক্ত তৈলাক্ত হওয়ার কারণে তাঁরা ময়েশ্চারাইজার ব্যবহার করতে খুব একটা পছন্দ করেন না । কিন্তু ময়েশ্চারাইজার বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ কয়েকটি জিনিস মাথায় রাখতে হয়।
ডার্মাটোলজিস্টদের কথায়, তৈলাক্ত ত্বকে অতিরিক্ত তেল দেখতে পাওয়া যায় ঠিক কথা কিন্তু মুখ ধুয়ে ফেলার পর ত্বকে শুষ্কতা তৈরি হয় । তখন যে জলের ঘাটতি তৈরি হয় সেটা ওই ত্বকের উপরে থাকা তেল গুলি পূরণ করতে পারে না । তাই ত্বকের ভেতরে সঠিক আর্দ্রতা বজায় রাখার জন্য একটা ময়েশ্চারাইজারের প্রয়োজন পড়ে । অনেকে আবার অয়েল কন্ট্রোলিং প্রসাধনী ব্যবহার করে থাকেন। তাঁরা অজান্তেই নিজের ক্ষতি ডেকে আনছেন। কারণ এই ধরনের প্রসাধনী গুলি ত্বককে আর বেশি শুষ্ক করে দেয় । যা আপনার ত্বকের ক্ষতি করতে পারে। এমনকি ন্যাচারাল ওয়েল ( Natural Oil) টুকুও শুষে বের করে দিতে পারে।
কী ধরনের মশ্চারাইজার ব্যবহার করবেন বা করবেন না ?
* সবসময় খেয়াল রাখবেন যে ময়েশ্চারাইজার কম ঘনত্বের সেটাই আপনার জন্য একেবারে সঠিক।
* অয়েলি স্ক্রিনের জন্য কখনই এসেনশিয়াল অয়েল যুক্ত মশ্চারাইজার ব্যবহার করবেন না। সব সময় চেষ্টা করবেন জেল বেস বা হাইলোরনিক অ্যাসিডযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করার।
* কিছু ময়েশ্চারাইজার এমন রয়েছে যাতে ক্ষার উপস্থিত থাকে । যেমন সোডিয়াম লরেল সালফেট , এই ধরনের উপাদান রয়েছে এমন কোন ময়েশ্চারাইজার কখনই ব্যবহার করবেন না।
* অতিরিক্ত ঘন ময়েশ্চারাইজার ব্যবহার করবেন না। এটি ত্বকের মধ্যে প্রবেশ করতে পারে না বরং ত্বকের উপরে যে উন্মুক্ত রন্ধ্র গুলি রয়েছে সেই গুলির মুখ বন্ধ করে দেয়। যার কারণে ব্রণর মতো সমস্যা দেখা দিতে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম