।। প্রথম কলকাতা ।।
Information Technology: গত কয়েক বছর ধরে বিশ্বজুড়ে অর্থনীতির মেরুদণ্ড ক্ষয়িত হয়েছিল অনেকেই। আর সেই আবহেই ভারতের তথ্য-প্রযুক্তি (Information Technology) ক্ষেত্রে সুখবর। জানা গেছে উল্লেখযোগ্য ভাবে ভারতীয় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বেড়েছে বৃদ্ধি বেড়েছে। এই বৃদ্ধির হার প্রায় ৮.১ শতাংশ।
ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন তাদের সমীক্ষা মারফত জানিয়ে যে এই বৃদ্ধি চলতি বছরের প্রথম সাত মাসের। এবং এই বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট সন্তোষজনক অবস্থায় রয়েছে ভারত।
প্রথমেই জেনে নেওয়া যাক ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন বা IDC ট্র্যাকার কী?
বাজারের ক্ষেত্র এবং তার পরিধি নিয়ে তার তথ্য বিশ্লেষণ করা এবং সঠিক ডেটা অ্যানালিসিসে তার সম্ভাবনাময় দিকগুলোকে তুল্র ধরাই এই ট্র্যাকারের কাজ। কোন সংস্থার শেয়ার থেকে শুরু করে প্রযুক্তি ভিত্তিক বাজার নিয়েও কী কী সম্ভাবনা তৈরি হতে পারে তা তুলে ধরা এর কাজ। এই মুহুর্তে বিশ্বের আইডিসির কর্মকাণ্ড ১১০টি দেশে ছড়িয়ে রয়েছে।
কী জানিয়েছে আইডিসির সমীক্ষা?
আইডিসি তাদের সমীক্ষায় জানিয়েছে একদিকে যেমন ভারতের তথ্য-প্রযুক্তি ক্ষেত্র বৃদ্ধি ঘটেছে অন্যদিকে বিনিয়োগ টানার বিষয়েও যথেষ্ট শক্তিশালী হওয়ার পরিচয় রেখেছে আইটি ইন্ডাস্ট্রি। ৭.১৫ বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা হয়েছে ২০২২ সালের ভারতের তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে।
রিপোর্টে আরও বলা হয়েছে, লাগাতার তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ হয়েছে আর যার জেরে এই বৃদ্ধির গ্রাফ ঊর্ধ্বমুখী। সম্প্রতি বিশ্ব সাক্ষী রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের। যার প্রভাব পড়েছে বিশ্বজুড়েই অর্থনীতিতে। সবচেয়ে খারাপ অবস্থা ইউরোপের। সেখানে লাগাতার দাম বেড়েছে বিদ্যুতের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম