।। প্রথম কলকাতা ।।
Bangladesh: আওয়ামী লীগে দশম বারের মতো সভাপতি পদে নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন ওবায়দুল কাদের। ২৪শে ডিসেম্বর শনিবার বাংলাদেশে (Bangladesh) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন শুধুমাত্র নেতৃত্ব নির্বাচনের প্ল্যাটফর্ম ছিল না, এটি ছিল জাতির জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার মঞ্চ। এমনটাই মনে করেন এই দলের নেতাকর্মীরা। এই সম্মেলন হয়ে উঠেছিল মিলন মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আওয়ামী লীগের এই সম্মেলনে যোগদান করেছেন। সকাল থেকেই ছিল সাজো সাজো রব। সম্মেলনের মঞ্চে আওয়ামী লীগের (Awami League) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (Obaidul Quader) সম্মেলনের মঞ্চে জানান, বাংলাদেশে সাম্প্রদায়িকতা রুখতে, আগ্রাসনকে রুখতে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার (Sheikh Hasina) কোন বিকল্প নেই। দেশে আগ্রাসনকে আটকাতে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে বলে মনে করেন দলের শীর্ষ নেতারা।
আওয়ামী লীগের যাত্রা শুরু হয়েছিল সেই ১৯৪৯ সালে। টানা ৪১ বছর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন শেখ হাসিনা। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ৫১ বছরের মধ্যে আওয়ামী লীগ টানা ২৩ বছর সরকারের নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগের ৭৩ বছরের যাত্রা পথে দলের সভাপতি হিসেবে চার বার দায়িত্ব পালন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২২তম সম্মেলনের আগে ২১তম সম্মেলন হয়েছিল ২০১৯ এ। তখন সভাপতি ছিলেন শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ছিলেন ওবায়দুল কাদের। ২০২২ এর ২২তম সম্মেলনে সেই পদে কোন পরিবর্তন হলো না। পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হলেন শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ওবায়দুল কাদের।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনে কাউন্সিল অধিবেশনের মঞ্চে আওয়ামী লীগ দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২৪শে ডিসেম্বর শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ ঢাকার সোহারাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনটি সাজানো হয়েছিল নানান সংস্কৃতিক অনুষ্ঠান এবং বক্তৃতা পর্ব দিয়ে। এখানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। টানা ৪১ বছর ধরে আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন বঙ্গবন্ধু শেখ হাসিনা। এবারেও তার কোন বিকল্প নেই বলে মনে করেছেন এই দলের নেতারা। সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয়বার এই পদে আসীন হলেন ওবায়দুল কাদের। তিনি টানা দ্বিতীয় মেয়াদ সম্পন্ন করেছেন। এই সম্মেলন অধিবেশনে বাংলাদেশের প্রায় সাত হাজার কাউন্সিলর অংশ নিয়েছেন। তাদের মতামতের উপর ভিত্তি করেই সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। তারা সবাই মিলে ৮১সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে জানিয়েছেন, একমাত্র আওয়ামী লীগই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। বর্তমানে বাংলাদেশে অর্থনীতিতে সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। আওয়ামী লীগ সেই ভাবেই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরো জানান, বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এখন একটা বাধা, তা হল করোনা আর যুদ্ধ। তিনি যুদ্ধ চান না। কারণ এখন সব দেশের স্বাধীনভাবে চলার অধিকার আছে। আর এই অধিকার সব দেশের থাকতে হবে। তিনি জানান ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্ব নেতৃত্বের কাছে আহবান করবেন। তিনি শান্তি চান।
শনিবার ভোরের আলো ফোটার সাথে সাথে দেশের বিভিন্ন স্থান বিশেষ করে লক্ষ্মীপুর, ভোলা, গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে এই সম্মেলনে যোগ দেন। অনেকেই সম্মেলনে যোগ দিতে গতকাল রাতেই ঢাকা এসে পৌঁছেছিলেন। এই সম্মেলন হয়ে উঠেছিল উৎসবের আমেজে ঘেরা এক মিলন মেলা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম