।। প্রথম কলকাতা ।।
Bibhas Chakraborty: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রবীণ নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। শুক্রবার বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ‘দ্য ওয়াল’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বিগত বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি (Bibhas Chakraborty)।
গতকাল আচমকাই অসুস্থ হয়ে পড়েন বাংলা থিয়েটার জগতের বয়স আশির এই কিংবদন্তি শিল্পী। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাঁর হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। রিপোর্ট অনুযায়ী হাসপাতাল জানিয়েছে, বিভাস বাবুর হৃদযন্ত্রে দুটি স্টেন্ট বসেছে। সঠিক সময়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ায় বিপদ এড়ানো গিয়েছে। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের (Ajitesh Bandopadhyay) কাছে থিয়েটারে হাতে খড়ি হয়েছিল বিভাস চক্রবর্তীর। সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee) সরকারের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় শহর জুড়ে ‘পরিবর্তন চাই’ বলে যে হোর্ডিং পড়েছিল, তার অন্যতম মুখ ছিলেন এই নাট্য ব্যক্তিত্ব।
‘নান্দীকার’ দিয়ে থিয়েটার শুরু করেছিলেন। তার পর গড়েছেন ‘অন্য থিয়েটার’ (Anno Theatre)। নিজেকে নানা কাজের মধ্যে ব্যস্ত রেখেছেন সবসময়। ২০১৮-তে নাট্য অ্যাকাডেমির সদস্য পদ ছেড়ে দেন। পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির প্রথম থেকেই সদস্য ছিলেন তিনি। এদিন তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন নাট্যপ্রেমীরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম