।। প্রথম কলকাতা ।।
Life Certificate: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে পেনশনারদের জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এবার আর লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য ব্যাঙ্কের চক্কর কাটতে হবে না তাদের। বাড়িতে বসেই নিজের সময় মত সুবিধা অনুযায়ী জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট। ভিডিও কলের মাধ্যমে লাইফ সার্টিফিকেট এসবিআই এর গ্রাহকরা ব্যাঙ্কে জমা করতে পারবেন। এই ঘোষণা করা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে।
আগামী বছরের নভেম্বর মাস থেকেই এই ভিডিও লাইফ সার্টিফিকেট পরিষেবা চালু করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাদের তরফ থেকে জানানো হয়েছে এক মিনিটের ভিডিও কলে খুব সহজে লাইফ সার্টিফিকেট ব্যাঙ্কের কাছে জমা দিতে পারবেন পেনশনার সিনিয়র সিটিজেনরা। যারা এই মুহূর্তে ফ্যামিলি পেনশন পাচ্ছেন তাঁরাও এই পরিষেবার অংশ হতে পারবেন বলে জানানো হয়েছে। বাড়িতে বসে এই পরিষেবা পাওয়ার জন্য সহজ কয়েকটি কাজ করতে হবে সেই পেনশনারকে।
১. সর্বপ্রথম SBI সেবা মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট ওপেন করতে হবে। প্রয়োজনে SBI-এর পেনশন সেবা অ্যাপটি ডাউনলোড করা যেতে পারে google play store থেকে।
২. এরপর পেনশন সেবা অ্যাপ বা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Video LC’ অপশন ক্লিক করতে হবে। সেখানে পেনশনারকে নিজের পেনশন অ্যাকাউন্ট নাম্বার, ক্যাপচা ও আধার কার্ড নম্বর দিতে হবে।
৩. যে নম্বরটি রেজিস্টার করা হল সেই নম্বরে একটি ওটিপি আসবে । তার পরের পদক্ষেপ হিসেবে ফর্মের সবকটি বক্সে টিক মার্ক করতে হবে।
৪. সেলফ ডিক্লারেশন এর পর পেনশনারকে Proceed- এ ক্লিক করতে হবে।
৫. সেখানেই ভিডিও কল করার জন্য মিলবে সময়। নিজের সুবিধা অনুযায়ী সময় সল্ট বেছে নেওয়ার অপশন থাকবে। পরবর্তীতে সেই সময় বেছে নেওয়ার পর ক্লিক করতে হবে ‘শিডিউল কলে’।
৬. শিডিউল কল করার পরেই একটি নিশ্চিতকরণ বার্তা ও ইমেইল আসবে রেজিস্টার ইমেইল আইডিতে।
৭. নির্বাচিত সময় অনুযায়ী ভিডিও কল করা হবে ব্যাঙ্কের কর্মকর্তাদের তরফ থেকে। আর তারপরে পেনশনদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে।
৮. সকল শর্তাবলীতে টিক মার্ক করার পর পেনশনারদের মোবাইল নম্বরে একটি কোড আসবে যা দিতে হবে ব্যাঙ্ক কর্মীদের। পরবর্তীতে একে একে প্যান কার্ড দেখাতে হবে এবং তারপর ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবেই পেনশনারের মুখ ক্যাপচার করে নেবে। এই পদ্ধতিতে খুব সহজেই ভিডিও কলের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন আপনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম