।। প্রথম কলকাতা ।।
Chayanika Chowdhury: ‘প্রহেলিকা’ ছবির গানের দৃশ্য বিগত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন লোকেশনে শ্যুট করা হচ্ছিল। শ্যুটিং শেষে গত মঙ্গলবার সমুদ্রপথে কক্সবাজার ফিরছিল ছবির গোটা ইউনিট। কিন্তু হঠাৎই গভীর সমুদ্রে আটকে পড়েছিলেন তাঁরা। আর সমুদ্রের মাঝখানে ওইভাবে আটকে পড়ার ঘটনা সকলের সঙ্গে শেয়ার করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী (Chayanika Chowdhury)। সেই জাহাজে হাজির ছিলেন মাহফুজ, বুবলী সহ আরও অন্যান্য কলা-কুশলীরা।
ফেসবুকে পরিচালক লেখেন, “বাকি কথা পরে হবে। ভূমধ্যসাগরে আটকে আছি আমরা টানা ৫ ঘন্টা।রাত ৯টা থেকে ২টো ২০ মিনিট পর্যন্ত আমরা ‘প্রহেলিকা’ টিম কর্ণফুলী ক্রুজ লাইনের MV Bay One-এ আছি মাঝ সমুদ্রে। দূর থেকে দেখেছি, ভাটার কারণে আমাদের শিফট করে নিয়ে যাওয়ার জাহাজটার কী অবস্থা। কী যে যাচ্ছে সময়টা। সবাই ওপরওয়ালাকে ডাকছে। ক্যাপ্টেন মোহাম্মদ হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুজ্জামান ও ইঞ্জিনিয়ার শাহাদাত সোহেল ভাইয়ের পারদর্শীতার কথা বলতেই হয়”।
জাহাজে সেই সময়টা তাঁদের উপর দিয়ে যে কি বয়ে গিয়েছে, পরিচালক তারই ব্যাখ্যা দিয়েছেন Facebook-এর এই পোস্টে। এরপরই পরিচালক লেখেন, ‘আমাদের কাছে পুরোটাই একটা অসম্ভব মিরাক্যাল ছিল’। ‘প্রথম আলো’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মাহফুজ আহমেদ জানান, ‘আমরা ওভাবে আটকে পড়ব, ভাবতেও পারিনি। যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এমনটা নাকি কখনও হয় না। বারবার ঘোষণা দেওয়া হচ্ছিল। এমভি বে ওয়ান থেকে যে জাহাজ আমাদের কক্সবাজার নিয়ে যাবে, অস্বাভাবিক পরিস্থিতির কারণে সেটিও কাছে আসতে পারছিল না। সব মিলিয়ে ভয়ঙ্কর একটা সময় গিয়েছে’। উল্লেখ্য, ‘এমভি বে ওয়ান’ চলাচল করে চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন সমুদ্রপথে।
চয়নিকা চৌধুরীর বক্তব্য, ‘আমার দ্বিতীয় ছবির একমাত্র রোম্যান্টিক গানের শ্যুটিংয়ের জন্য বিন্দুমাত্র আপস করছি না। চমৎকার দৃশ্যায়নের জন্য এখানে ওখানে যাচ্ছি। শিল্পীরাও যথেষ্ট সহযোগিতা করছেন। সিলেটে গানটির কিছু অংশের শ্যুট করে, কয়েক দিন ধরে সেন্ট মার্টিন ও ছেঁড়া দ্বীপের বিভিন্ন লোকেশনে শ্যুটিং করেছি’। এদিন সমুদ্রে পাঁচ ঘন্টা আটকে থাকার ঘটনা গোটা ইউনিটকে ভয় পাইয়ে দিয়েছিল। বুবলী (Bubly) ফেসবুকে কিছু ছবি দিয়ে লেখেন, ‘শীত শুধু একটি মৌসুম নয়, অনুভূতিও’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম