।। প্রথম কলকাতা ।।
Bajrangbali: পবন পুত্র ও রাম ভক্ত বজরংবলী কলি যুগের দেবতা। বজরংবালীকে সাক্ষাৎ ও জাগ্রত দেবতা বলে মনে করা হয়। বজরংবলীকে খুব শীঘ্র প্রসন্ন করা যায়। তার পুজোর উপায়ও সরল।
বাড়িতে যদি নেতিবাচক শক্তি প্রভাব থাকে তাহলে বাজরাংবলির শক্তি প্রদর্শনের মুদ্রায় ছবি (Picture) লাগান। প্রবেশদ্বারের উপর পঞ্চমুখী হনুমানের ছবি লাগাতে পারেন। এছাড়া এমন জায়গায় এই ছবি লাগাতে পারেন যেখানে সকলের নজর পড়বে। এর ফলে পরিবারে কোনো খারাপ শক্তি প্রবেশ করবে না।
বাস্তব বিজ্ঞান অনুযায়ী পঞ্চমুখী হনুমানের ছবি যে বাড়িতে থাকে সেখানে উন্নতির পথে সমস্ত বাধা দূর হয় এবং ধন-সম্পত্তি বৃদ্ধি হয়। আবার বাড়ির ভুল দিকে জল স্রোত থাকলে তার কারণে পরিবারে বাস্তু দোষ উৎপন্ন হয়। এই দোষ দূর করার জন্য বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি লাগানো উচিত।
বাড়ির (House) বৈঠকখানায় রাম দরবারের ছবি লাগান যেখানে হনুমান রামের পাদদেশে বসে রয়েছেন। এছাড়া বৈঠকখানায় পঞ্চমুখী হনুমান বা পর্বত তুলে রাখা বজরংবলীর ছবি লাগাতে পারেন।
শাস্ত্রপাতে বাজরংবলির বাল ব্রহ্মচারী এবং সেই কারণে তার ছবি, শয়ন কক্ষে লাগানো উচিত নয় তার পরিবর্তে বাড়ির ঠাকুর ঘরে বা অন্য কোনো পবিত্র স্থানে ছবি রাখা শুভ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম