।। প্রথম কলকাতা ।।
Annwesha Hazra: বেশ অনেকদিন হল শেষ হয়ে গিয়েছে ধারাবাহিক। এখন কী করছেন ‘এই পথ যদি না শেষ হয়’-এর (Ei Poth Jodi Na Sesh Hoy) ঊর্মি তথা অন্বেষা হাজরা? কীভাবে দিন কাটছে অভিনেত্রীর? নতুন কোন কাজ নিয়ে কথা চলছে? নাকি কিছুদিনের বিরতি নিয়ে ফের ফিরবেন কাজে? এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে ‘শর্মিলা স্টুডিও’তে (Sharmila’s Studio) হাজির অভিনেত্রী। সাক্ষাৎকারে অন্বেষা জানিয়েছেন, এই মুহূর্তে ঘুমিয়ে আর জিম করে দিন কাটছে তাঁর। জিম আর ঘুম ছাড়া সিরিজ-সিরিয়াল দেখে সময় বেশ ভালোই কাটছে পর্দার ঊর্মির। এখন অন্বেষা চার্জ আপ হচ্ছে।
এদিন নিজের আগামী দিনের প্ল্যানিং নিয়ে তিনি জানিয়েছেন, খুব শিগগিরই যাবেন বাড়ি। তবে আমাদের অভিনেত্রী কোনও কল্পনার দুনিয়াতে বাস করেন না। তাঁর কথায়, যাঁদের সঙ্গে হয়ে থাকে হয়। আমি আমার মতই ভালো আছি। এদিন নিজের অভিনয়ের একটি ছোট ঘটনা শেয়ার করেছেন অন্বেষা। বলেছেন, একটি সিনে তাঁকে এতবার চিৎকার করতে হয়েছিল যে, তাঁর গলা ভেঙে গিয়েছিল। কিন্তু এখন সেটে যাওয়া হচ্ছে না, রোজ কারোর সঙ্গে দেখা-সাক্ষাৎ হচ্ছে না, তার সঙ্গে কীভাবে কোপ আপ করছেন?
জবাবে তিনি জানিয়েছেন, ‘কোনও কিছু শুরু হয়েছে মানে তার শেষ হবেই। আমি যখন সেটে ঢুকতাম তখন আমি ঊর্মি ছিলাম, আর সেটের বাইরে আমি অন্বেষা। কিন্তু অনেক সময় এমন হয়েছে সেটের বাইরেও ঊর্মির মতই কথা বলেছি আমি। এটা স্বাভাবিক। ১৪ ঘণ্টা একটা চরিত্রের মধ্যে থাকা টানা মাসের পর মাস, সেটা কম কথা নয়। আর এটা আমার ক্ষেত্রে নয়, যাঁরা আছেন তাঁরা সবাই এভাবেই কাজটা করেন। আর দীর্ঘদিনের অভ্যাস বলতে প্রথম প্রথম একটু খারাপ লাগতো। কিন্তু এখন এটাকেই ন্যাচেরাল মনে হয়। কিছুদিন কাজ করার পর, নতুন কাজের জন্য পাগলামি করা এখন ছেড়ে দিয়েছি। ওগুলও বাজে প্রভাব ফেলে। আলাদা করে ভেবে কোনও কিছু করি না। যা হবার হবে। দুটো কাজের মাঝখানে যে সময় টুকুনি পাই, সেটাকে নতুন কোনও কিছুতে লাগানোর কথা ভাবি’।
সাক্ষাৎকারে সোজাসুজি নায়িকা বলেন, নিজেকে চার্জড আপ করার সময়ে জিম ছাড়া আপাতত তিনি কোনও কিছুই করছেন না। আর এটা তাঁর কাছে কোনও নতুন অভ্যাসের মধ্যে পড়ে না। তবে তিনি শখে আঁকেন। এদিকে এতদিনে যাঁদের যাঁদের সঙ্গে কাজ করেছেন অন্বেষা (Annwesha Hazra), সেই সকল পরিচালকরা তাঁকে খুবই ভালোবাসেন। নায়িকার কথায়, ‘তিনি একদমই স্পেশাল নন। আর সেটাই হয়তো পরিচালকদের ভালো লাগে’। অভিনেত্রী বিশ্বাস করেন, তোমাকে একস্ট্রা অর্ডিনারি হওয়ার জন্য এক্সট্রা অর্ডিনারি কিছু করতে লাগে না। তুমি যত বেশি সিম্পল থাকবে, তত বেশি ভালো থাকবে। সাধারণ জিনিসের মধ্যেই অসাধারণত্ব লুকিয়ে থাকে বলে তিনি মনে করেন। ‘চুনি পান্না’ (Chuni Panna) ধারাবাহিকের দরুন সকলের কাছে জনপ্রিয়তা পেয়েছেন নায়িকা। এখন নিজের ব্রেকটাইম উপভোগ করছেন অন্বেষা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম