।। প্রথম কলকাতা ।।
Agriculture Tips: বাগান (Garden) করার শখ রয়েছে অথচ খরচে পেরে উঠছেন না? শখের বাগানের বাধা কখনো টাকা হতে পারে না। সামান্য চেষ্টা থাকলে আপনি নিজের হাতে বানাতে পারবেন সুন্দর বাগান। সাধারণত বাজারে কলমের গাছ কিনতে প্রচুর খরচ পড়ে। এছাড়াও বাড়িতে বীজ থেকে সরাসরি গাছ করতে গেলে গুণগতমান (quality)ভালো হয় না। অধিকাংশ চারা মারা যায়। সেক্ষেত্রে কলম করার পদ্ধতি জানলে ভালো। কারণ কলম গাছ থেকে ভালো জাতের ফল পাওয়া যায়। সাধারণত একটি গাছ থেকে আরেকটি গাছের জন্ম হওয়ার পদ্ধতিকেই বলা হয় কলম। গাছের কলম করার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি রয়েছে। এর মূল উদ্দেশ্য হল ভালো উন্নত মানযুক্ত ফল পাওয়া। এই প্রথম প্রতিবেদনে আপনার জন্য রইল সহজে আম গাছের (Mango Tree) জোড় কলম করার পদ্ধতি।
গাছ ভেদে কলম করার পদ্ধতিও আলাদা। বিভিন্ন গাছ অনুযায়ী সময় এবং স্টক চারার বয়সের পার্থক্য রয়েছে। জোড় কলম পদ্ধতি একেবারেই নতুন নয়। বহু বছর ধরে মানুষ ফল গাছের বংশবিস্তারে এই পদ্ধতি অনুসরণ করছে। এর ফলে মাতৃ গাছের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকা একটি শাখায় অস্থানিক শিকড় গজিয়ে ওঠে। সেখান থেকেই পাওয়া যায় ভালো গুণসম্পন্ন চারা।
জোড় কলমের জন্য প্রয়োজন পলিথিন ক্যাপ, পলিথিন ফিতা, পরিবেশ সহনশীল একটি স্টক গাছের চারা, ব্লেড আর গ্রাফটিং চাকু। স্টক চারা তৈরির ক্ষেত্রে পরিণত গাছ হতে হবে সুস্থ এবং সবল। স্টক চারা পলিব্যাগে কিংবা সরাসরি মাটিতে তৈরি করতে পারেন। যদি চারা মাটিতে বসান তাহলে তার আগে অবশ্যই আগাছা পরিষ্কার করে মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে ভালোভাবে ঝুরো করে দেবেন। তারপর একটি এক মিটারের কম প্রস্থের বেড তৈরি করবেন।
পদ্ধতি
আম গাছে জোড় কলম দুই পদ্ধতিতে হয়ে থাকে। একটি সংযুক্ত জোড় কলম, অপরটি বিযুক্ত জোড় কলম। সাধারণত সংযুক্ত জোড় কলমের ক্ষেত্রে সায়নটি মাতৃ গাছ থেকে না কেটে রূট স্টকের সাথে জোড়া লাগাতে হয়। এক্ষেত্রে সংস্পর্শ জোড় কলম, ভিনিয়ার, গ্রাফটিং প্রভৃতি পদ্ধতি অবলম্বন করা হয়। খেয়াল রাখবেন যেন রুট স্টকের ব্যাস সায়নের ব্যাসের সমান হয়। এক বছর বয়সের চারা হলে খুব ভালো। স্টক চারার নিচের দুই সারির পাতা রাখবেন আর উপরের ডগা ছুরি দিয়ে কেটে দেবেন। যে অংশে চুরি দিয়ে কাটছেন ওই অংশ থেকে নিচের দিকে লম্বালম্বি ভাবে কেটে দেড় ইঞ্চি মতো চিরে নেবেন। সায়নটির দুই পাশে আড়াআড়িভাবে কেটে চোখা আকৃতির করে নেবেন। স্টক চারার চিরে দেওয়া অংশে সায়নটি এমন ভাবে রাখবেন যাতে সায়ন এবং স্টক চারার বাকল একসাথে মিশে থাকে। তারপর ওই অংশটি পলিথিন দিয়ে ভালোভাবে পেঁচিয়ে বেঁধে দিতে হবে। খেয়াল রাখবেন যেন ওই জোড়া দেওয়া অংশে কোনভাবেই বাতাস ঢুকতে না পারে। বিযুক্ত জোড় কলমের ক্ষেত্রে যে সায়ন নির্বাচন করা হয় তা মাতৃ গাছ থেকে না কেটে জোড়া লাগানো হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম