।। প্রথম কলকাতা ।।
Weather update: রাজ্য জুড়ে শীতের আমেজ অব্যাহত। কলকাতা তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস এর কোঠায়। কুয়াশার চাদরে মোড়া সকালে ঘুম ভাঙছে কলকাতাবাসীর। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেলেও দিনভর মনোরম আবহাওয়া বজায় থাকছে। রাতেও তাপমাত্রার পতনে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আবার অন্যদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তনের দেখা মিলবে না।
কলকাতার পাশাপাশি জেলায় জেলায় পারদ পতন অব্যাহত। উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা কমছে। পারদপতন চলছে পুরুলিয়া, বাঁকুড়া ,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে। এইসব জেলাগুলিতে তাপমাত্রা ১২ডিগ্রির আশেপাশে থাকবে।
কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ। আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যদিও বাংলায় ওই নিম্নচাপের তেমন কোনো প্রভাব নেই বললেই চলে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম