।। প্রথম কলকাতা ।।
PM Modi In Kolkata: গঙ্গাসাগরের মেলা নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে গতকাল। বুধবার পুণ্য স্নানের সময় থেকে শুরু করে সমস্ত খুঁটিনাটি তথ্য খোদ বুধবারের বৈঠকে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তিনি গতকাল বৈঠকে জানান, ৩০ ডিসেম্বর কলকাতায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । কারণ ওই দিন কলকাতাতে ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের (National Ganga Council) তরফ থেকে একটি বৈঠক আয়োজন করা হয়েছে। আর সেই বৈঠকেই উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, তিনি মিনিস্ট্রি অফ বন্দর, শিপিং এবং ওয়াটার ওয়েজ এর তরফ থেকে আমন্ত্রণ পেয়েছেন। তিনি যে বৈঠকে উপস্থিত থাকবেন সেই বিষয়টি নিশ্চিত করেন। জানা গিয়েছে, বছর শেষে জাতীয় গঙ্গা পরিষদের একটি বৈঠক আয়োজিত হবে কলকাতায়। মূলত কেন্দ্রের প্রায় দশটি মন্ত্রক এই গঙ্গা পরিষদের সদস্য। যে যে রাজ্যগুলির উপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে সেই রাজ্যগুলিও এই পরিষদের সদস্য, এমনটাই জানা যায়। তাই জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরাও।
তবে কলকাতার এই বৈঠকে সকলে সশরীরে উপস্থিত থাকবেন নাকি ভার্চুয়ালি বৈঠকে অংশ নেবেন সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি। ২০১৯ এ শেষবার গঙ্গা পরিষদের বৈঠক আয়োজন করা হয়েছিল কানপুরে। তারপর করোনাকালীন সময়ে আর বৈঠকের আয়োজন করা যায়নি। ২০২২ এ ফের এই বৈঠক আয়োজিত হচ্ছে তিলোত্তমায়। এবারের অনুষ্ঠানটি কলকাতার গার্ডেনরিচে জাহাজে অনুষ্ঠিত হবে কিনা এমনটাই বুধবারের বৈঠকে প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ওই বৈঠকে উপস্থিত এক আধিকারিকের তরফ থেকে জানানো হয়, এবার অনুষ্ঠানটি হওয়ার সম্ভাবনা রয়েছে আইএনএস নেতাজি সুভাষে (INS Netaji Subhash)।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম