।। প্রথম কলকাতা ।।
RRR & Chhello Show: এসএস রাজামৌলির ‘RRR’এবং গুজরাটি ছবি ‘The Last Film Show’ বড় মাইলফলক অর্জন করেছে। ছবিগুলি ২০২৩-এর অস্কারের জন্য শর্টলিস্টে জায়গা করে নিয়েছে। RRR-এর গান নাটু নাটু সেরা গানের বিভাগে শর্টলিস্টেড হয়েছে। এছাড়া তালিকায় অন্যান্য গানের মধ্যে রয়েছে ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’-এর ‘Nothing Is Lost’, ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার থেকে ‘Lift Me Up’-এর মতো গান।
চলচ্চিত্র দুনিয়ায় সবচেয়ে সম্মানীয় পুরস্কার হিসেবে ধরা হয় এটিকে। এই মুহূর্তে ১০টি বিভাগের নমিনেশনের তালিকা সামনে এসেছে। যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ফিচার ছবি, ডকুমেন্টারি, সাউন্ড, অরিজিনাল স্কোর, অরিজিনাল সং, মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং-এর মত নানা ক্যাটাগরি। আর এসবের মধ্যে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা সহ অভিনেতা-অভিনেত্রী সহ নানা বিভাগের জন্য আবেদন করা হলেও, রাজামৌলির ছবি অস্কারে নমিনেশন পেয়েছে ‘বেস্ট সং’-এর বিভাগে। RRR-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী ছবির অত্যন্ত জনপ্রিয় দুই তারকা রাম চরণ (Ram Charan) ও জুনিয়র এনটিআর (N. T. Rama Rao Jr.)। সেইসঙ্গে ছবিতে দেখা গিয়েছে আলিয়া ভাট (Alia Bhatt) ও অজয় দেবগনকে (Ajay Devgan)।
এদিকে অস্কারে বেস্ট ডকুমেন্টারিতে নমিনেশন পেয়েছে ভারতীয় সিনেমা ‘অল দ্যাট ব্রিদস’। ছবির পরিচালক শৌনক সেন। ইতিমধ্যে ভারতীয় এই ছবি বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মান পেয়েছে। অন্যদিকে পল নলিনের ‘ছেল্লো শো’ আন্তর্জাতিক ফিচার ছবির জন্য মনোনীত হয়েছে। ছবির মুখ্য চরিত্রে রয়েছে ৯ বছরের একটি ছেলে। তাঁর জীবন বদলে যায় সিনেমা দেখার পর। ছবি অস্কারে মনোনীত হতেই আনন্দ প্রকাশ করেছেন পরিচালক ও প্রযোজক। এক কথায় এবারে অস্কারের মঞ্চে ভারতের অবস্থান বেশ উজ্জ্বল। নতুন বছরের মার্চে বসবে অস্কারের আসর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম