।। প্রথম কলকাতা ।।
Garuda Purana : সুস্বাস্থ্য বজায় রাখার জন্য প্রতিদিন সকাল সকাল স্নান সেরে নেওয়া অত্যন্ত জরুরী। একথা চিকিৎসক থেকে শুরু করে সকলেই বলে থাকেন। এমনকি জ্যোতিষ শাস্ত্রে প্রতিদিন স্নান করার কিছু ইতিবাচক দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। তবে রোজ যিনি স্নান এড়িয়ে যাচ্ছেন তাঁর জীবনে এই বিষয়টি মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে । এমনটাও বলছে গরুড় পুরাণ (Garuda Purana)। তাই শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য অবশ্যই প্রতিদিন স্নান করা উচিত। শীতকালে ঠান্ডা জলের (Cold Water) আতঙ্ক কাটিয়ে স্নান (Bath) করা কিছুটা কষ্টকর কিন্তু তারপরেও আলস্য কিংবা ঠান্ডার ভয়ে স্নান এড়িয়ে যাওয়া কখনই ভালো নয়।
কী বলছে গরুড় পুরাণ ?
শীতকালে যারা স্নান করলে ঠান্ডা লাগবে এই ভয়ে স্নান করা এড়িয়ে যাচ্ছেন তাঁরা ভুল করছেন এমনটাই বলা হয়েছে গরুড় পুরাণে। কারণ এই পুরাণ অনুসারে রোজ যিনি স্নান করেন তিনি মন এবং শরীরের দিক থেকে শুদ্ধ হন। এছাড়াও স্বর্গীয় জ্ঞান লাভের পথ ক্রমশ খুলতে থাকে। ভোর বেলায় স্নান সেরে ফেললে বহু পাপ থেকে মুক্তি মেলে, এমনটাই বর্ণিত রয়েছে এই পুরাণে। কারণ বিশেষজ্ঞ পণ্ডিতের মতে, আমরা যখন রাতে ঘুমাই তখন আমাদের মুখের ভেতরে লালা তৈরি হয়। যা আমাদের শরীরকে ক্রমশ অশুদ্ধ করে তোলে।
তাই সকালে ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম কাজ হওয়া উচিত স্নান সারা। স্নান করে নিলে এমনিতেই শরীর এবং মন অনেক বেশি শুদ্ধ ও হালকা বলে মনে হয়। তাই যেকোনো ধরনের কাজে সহজে মন বসে। এছাড়াও যেকোনো ধরনের ধর্মীয় কাজ শুরু করার আগে স্নান করা অত্যাবশ্যকীয় । ধর্মীয় কাজে যোগদান করার আগে যদি স্নান না সেরে ফেলা হয় তবে পাপ পিছু ছাড়বে না আপনার। এমনটাই বলা হয়েছে গরুড় পুরাণে।
পাশাপাশি এই পুরাণে আরও বর্ণিত রয়েছে যিনি প্রতিদিন স্নান করছেন না তাকে ঘিরে রয়েছে নেগেটিভ এনার্জি। আর এই নেতিবাচক শক্তিগুলি মানুষকে সাফল্যের দিকে যেতে বাধা দেয়। ক্রমশ পিছুটান হিসেবে কাজ করে তাঁরা। যে কোনো ভালো কাজ শুরু করার আগে বাধা সৃষ্টি করেন অলক্ষ্মী। এবার প্রশ্ন উঠতে পারে এই অলক্ষ্মী কে ? শাস্ত্রে কথিত রয়েছে , অলক্ষ্মী হলেন দেবী লক্ষ্মীর বোন। যিনি দুঃখ এবং দারিদ্র্যের দেবী। তাই প্রতিদিন নিয়ম মেনে সাতসকালে স্নান না করা ব্যক্তিদের জীবনে অলক্ষ্মীর কালো ছায়া পড়তে পারে। পরিবারে নেমে আসতে পারে দুঃখ-দুর্দশা। ওই ব্যক্তিকে গড়ুঢ় পুরাণ মতে পাপী মনে করা হয়। আর সেই পাপের ফলস্বরূপ তাঁর জীবনে অর্থ কষ্ট সহ বিভিন্ন দিক থেকে খারাপ সময় ঘিরে ধরে।
বিদ্র: এই প্রতিবেদনে দেওয়ার সমস্ত তথ্য সাধারণ জ্ঞানের জন্য। এই তথ্যগুলি বিশ্বাস করে কোন কিছু অনুশীলন করার আগে অবশ্যই গরুড় পুরাণ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা উচিত এবং তাদের পরামর্শ মতই কাজ করা উচিত।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম