।। প্রথম কলকাতা ।।
Accident : ডিসেম্বরের শহরে ধীরে ধীরে পারদ নামতে শুরু করেছে। কয়েকদিন বাদেই ২৫ ডিসেম্বর। বড়দিনকে কেন্দ্র করে এমনিতেই তিলোত্তমা সেজে উঠেছে। তবে সেই সময় শীতকালীন শহর সফরে বেরিয়ে ঘোড়ার গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা (Accident) একটি চার চাকা গাড়ির ঘোড়ার গাড়ির (Horse Carriage) চাকা খুলে গিয়ে আরোহীসহ রাস্তার মাঝে উল্টে গেল গাড়িটি। আর তাতেই বিপত্তি। মুহূর্তের মধ্যে পরিস্থিতি হয়ে উঠল বিভীষিকাময়। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক যানজট তৈরি হয় রেড রোডে (Accident)। গ্রেফতার করা হয় ওই চার চাকা গাড়ির চালককে।
প্রতিবছরই শীতের সময় বড়দিনের কয়েকদিন আগে থেকে শহরে ঘোড়ার গাড়িতে ভ্রমণের সুযোগ পান পর্যটকরা। ভিক্টোরিয়া থেকে ঘোড়ার গাড়িটি রেড রোড হয়ে শহর কলকাতা ঘুরে দেখায়। ঠিক তেমনি বুধবার সকালে তিনজনের একটি পরিবার ওই ঘোড়ার গাড়িতে করে বেরিয়েছিলেন ঘুরতে। কিন্তু ঘোড়ার গাড়িটি যখন রেড রোডে এসে পৌঁছায় তখন একটি দ্রুতগতিতে থাকা একটি গাড়ি সোজা এসে ধাক্কা মারে ঘোড়ার গাড়িটিতে। ঘটনাটি ঘটে সকাল সাড়ে এগারোটা নাগাদ । ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। আটক করা হয় গাড়িচালককে। তবে গাড়ি চালকের দাবি, তা্র গাড়ি চালানোয় কোনরকম ত্রুটি ছিল না। বরং ব্যস্ত সময়ে এই রাস্তায় ঘোড়ার গাড়ি চালানোর অনুমতি দেওয়া ঠিক নয়।
প্রত্যক্ষদর্শীদের কথায়, ওই ঘোড়ার গাড়ির মধ্যে এক শিশুসহ তিনজন ছিলেন। গাড়ির ধাক্কায় ঘোড়ার গাড়ির একটি চাকা খুলে যায়। যার কারণে গাড়িটি রাস্তার উপরেই উল্টে পড়ে। ছিটকে পড়ে গাড়িতে থাকা তিনজন আরোহী। তাঁরা সকলেই অল্প বেশি জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। বেশ খানিকক্ষণ রাস্তার ওপর ঘোড়ার গাড়িটি পড়ে থাকার কারণে অফিস যাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়। রাস্তার অনেকখানি অংশ ব্লক হয়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়। যদিও পরবর্তীতে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম