।। প্রথম কলকাতা ।।
Irregular period: অনেক মহিলারা আছেন যারা অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভোগেন। বিভিন্ন কারণে দেরিতে পিরিয়ড হতে পারে। আপনার যদি PCOS সমস্যা থাকে বা থাইরয়েডের কোনো সমস্যা থাকে তাহলে মেনস্ট্যুয়াল সাইকেল পিছিয়ে যেতে পারে। আবার ব্রেস্ট ফিডিং ,মেনোপজ সংক্রান্ত বিষয় হলেও পিরিয়ড পিছিয়ে যেতে পারে।
চিকিৎসকদের মতে সাধারণত প্রতি মাসে ২১ থেকে ৩৫ দিনের ব্যবধানে পিরিয়ড (Period) হয়। বৈজ্ঞানিকভাবে এটি একটি হরমোন প্রক্রিয়া যা বয়সন্ধি শুরু থেকে মেনোপজ পর্যন্ত চলতে থাকে। অনিয়মিত পিরিয়ডের অনেক কারণ থাকতে পারে।
মেয়েদের পিরিয়ড শুরুর বয়স ১৪ থেকে ১৬বছরের মধ্যে। কিন্তু যদি দেরিতে হয় তাহলে আপনি অ্যামেনোরিয়ার আক্রান্ত।
আপনি যখন একটানা তিন মাস বা তার বেশি সময় ধরে পিরিয়ড মিস করেন। তখন তাকে সেকেন্ডারি অ্যামোনোরিয়া বলে। বিশেষজ্ঞরা বলে থাকেন প্রাথমিক অ্যামোনিয়ার প্রধান কারণগুলির মধ্যে রয়েছে পারিবারিক ইতিহাস জেনেটিক সমস্যা এবং লাইফস্টাইল (Life style)। এগুলো আপনার ডিম্বাশয়ের কার্যকারিতা এবং মাসিক চক্রকে প্রভাবিত করতে পারে।
গর্ভাবস্থায় ব্রেস্ট ফিড করানো এবং মেনোপজের কারণে সেকেন্ডারি অ্যামেনোরিয়া হতে পারে। অন্যান্য সম্ভাব্য কারণগুলির মধ্যে রয়েছে জন্মনিয়ন্ত্রণ বড়ি,ইনজেকশন ইত্যাদি। এই ধরনের জিনিস ব্যবহারে মহিলাদের পিরিয়ড ক্ষতিগ্রস্ত হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম