।। প্রথম কলকাতা।।
Devlina Kumar: সাইকেল নিয়ে রাস্তায় বেরোনো, এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে তারকাদের জন্য! স্টার জলসার ‘সাহেবের চিঠি’ (Shaheber Chithi) ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে অভিনেত্রীর পরিচয় ছাড়াও তাঁর আরও দুটি পরিচয় রয়েছে। তৃণমূল বিধায়কের মেয়ে এবং উত্তম কুমারের (Uttam Kumar) নাত বউ তিনি। টলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব দেবলীনা কুমার রবিবার হঠাৎই ফেসবুকে কলকাতার এক নামি ক্যাফের বিরুদ্ধে ক্ষোভ উগড়েছেন। কিন্তু ঘটনাটা কী ঘটেছে?
অভিনেত্রী প্রায়দিনই সকালে সাইকেল চালিয়ে থাকেন। শরীর-স্বাস্থ্য ফিট রাখতে সাইকেল চালান দেবলীনা। তাঁর বক্তব্য, শুধুমাত্র সাইকেল নিয়ে ক্যাফেতে যাওয়ার জন্য নাকি হেনস্তার মুখে পড়তে হয়েছে তাঁকে। নেটমাধ্যমে তিনি লেখেন, ‘সাইকেলিস্ট (Cyclist) হিসেবে সকাল সকাল গিয়েছিলাম তাঁদের দোকানে। কিন্তু তাঁরা ঢুকতে বাধা দেন। এমনকি নিরাপত্তারক্ষী আমার সাইকেলের দেখাশোনা করতে অস্বীকার করেন। ক্যাফের নিজস্ব পার্কিং এলাকায় পর্যন্ত আমার সাইকেল রাখতে দেওয়া হয়নি। কিন্তু সেখানে প্রচুর ফাঁকা জায়গা ছিল তখনও’। অভিনেত্রীর বক্তব্য, ‘ওঁদের কোনও মাথাব্যথাই নেই যে, ওঁরা একজন গ্রাহক হারাচ্ছে। উল্টে আমাকে ঢুকতে না দেওয়া হলে, নিরাপত্তারক্ষী আমার দিকে তাকিয়ে ব্যঙ্গ করছিল’।
দেবলীনার (Devlina Kumar) প্রশ্ন, ‘যেখানে শহরজুড়ে সাইকেলিংকে জনপ্রিয় করবার চেষ্টা চলছে, সেখানে তা নিয়ে ক্যাফেতে ঢুকতে গেলে এরকম ব্যবহার পেতে হচ্ছে। মন ভেঙে যায় এর ফলে’। পাশাপাশি তিনি বলেন, ‘যাঁরা বলবে তোমাকেও ঢুকতে দিলো না। জানে না তুমি কে? তাঁদের বলে রাখা ভালো, আমি সবসময় আমার বাবার পরিচয় দিই না’।
এমনিতে সাইকেল রাখতে খুব একটা আহামরি জায়গার প্রয়োজন হয় না। তাহলে সেক্ষেত্রে পার্কিং এরিয়ায় তা না রাখতে দেওয়ার কারণ কারোর মাথাতেই ঢুকছে না। অভিনেত্রীর উদ্দেশ্যে একজন বলেন, ‘সাইকেল শুধু নয়, গাড়িও দেখভাল করে না কোনও নিরাপত্তারক্ষী। সেটা মালিকের দায়িত্ব’। অভিনেত্রী জবাবে জানান, ‘সমস্যাটা দেখভাল করার নয়। সাইকেল নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি আমাকে’। মূলত ক্যাফের ভেতরে এদিন ঢুকতে না পেরেই রেগে গিয়েছেন দেবলীনা। ইদানিংকালে তারকাদের প্রায়ই হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে। এদিন সকাল সকাল এক অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় গৌরব ঘরণীকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম