।। প্রথম কলকাতা।।
CyBro: প্রযুক্তির সাহায্য নিয়ে সাধারণ মানুষের চোখের সামনে দিয়ে তাদের জমাপুঁজি হাতিয়ে নিচ্ছে প্রতারকেরা। সবটাই হচ্ছে অনলাইন মাধ্যমে। এই সাইবার প্রতারণা বা অনলাইন প্রতারণার (Cyber Crime) ঘটনা শহরের বুকে ক্রমশ বেড়েই চলেছে । যা স্বাভাবিকভাবে দুশ্চিন্তার বিষয়। যদিও সাইবার প্রতারণা থেকে জনসাধারণকে সতর্ক করার উদ্দেশ্য নিয়ে কলকাতা পুলিশের (Kolkata Police) সাইবার সেল বহু উদ্যোগ নিয়েছে পূর্বে । কিন্তু এবার কলকাতা পুলিশের তরফ থেকে ব্যবহার করা হবে একটি কমিক বই। যেখানে থাকবে কলকাতা পুলিশের নিজস্ব একটি কার্টুন ক্যারেক্টার বা ম্যাসকট (Mascot)। আর তাঁর পোশাকি নাম হল ‘সাইব্রো’ (CyBro)।
জানা গিয়েছে, সাইবার প্রতারণা সংক্রান্ত বিষয়ে এবার সচেতনতামূলক প্রচার চালানোর কাজে সাইব্রোকে ব্যবহার করা হবে কলকাতা পুলিশের তরফ থেকে। বর্তমানে প্রকাশ্যে এসেছে সাইব্রোর। অবয়ব তাকে দেখতে ঠিক সুপার হিরোর মত। নীল রঙের টি-শার্ট পরিহিত সাইব্রোর কাঁধে ঝুলছে লাল রঙয়ের সুপারহিরো স্টাইলের একটি কাপড় । খুব দ্রুত সাইব্রোকে সোশ্যাল মিডিয়াতেও দেখা যাবে বলেই জানানো হয়েছে। এই কমিকের মাধ্যমে বাচ্চাদের মধ্যেও সাইবার সচেতনতা ছড়িয়ে দেওয়া সম্ভব হবে , এমনটাই আশা করছে কলকাতা পুলিশ।
এই কমিকটিতে সাধারণত কীভাবে অনলাইন প্রতারণা চলছে, এই সাইবার প্রতারণার হাত থেকে কীভাবে বাঁচা সম্ভব এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। “শহরে সাইবার ক্রাইম বাড়ছে। যেহেতু প্রতিরোধই সর্বোত্তম কৌশল এবং সচেতনতার মাধ্যমে অনেক জালিয়াতি প্রতিরোধ করা যায়, তাই কলকাতা পুলিশ সাইবার অপরাধ সম্পর্কে জ্ঞান ও সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সাইব্রো এই প্রচেষ্টায় যোগদান করবে”, এমনটাই জানিয়েছেন ডিসি (সাইবার) অতুল ভি।
এছাড়াও কলকাতা সাইবার পুলিশের এক কর্মকর্তার কথায়, বিশেষ করে কিশোর-কিশোরীদের এই সাইব্রোর মাধ্যমে বোঝানো হবে যে অজানা কোন লিংকে হঠাৎ করি ক্লিক না করতে । এমনকি RBI- তে নিবন্ধিত নয় এমন কোন অ্যাপ থেকেও ঋণ নেওয়া যাবে না। কোন ফ্রি গেম বা সফটওয়্যার ডাউনলোড করার জন্য অসুরক্ষিত ওয়েবসাইট ব্যবহার কতটা ক্ষতি করতে পারে তাদের সেই সংক্রান্ত সতর্ক বার্তাই প্রচার করা হবে সাইব্রোর মাধ্যমে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম