।। প্রথম কলকাতা ।।
Vastu Shastra: গাছ মানেই আমরা জেনে থাকি তা যেকোনো মানুষের চোখ ও মনকে শান্তি দেয়। বাড়িতে গাছ লাগানো ভীষণ ভালো বলে মনে করা হয়। ঘর সাজিয়ে তোলার জন্য বিভিন্ন ধরনের ইন্ডোর প্ল্যান্ট এনে রাখেন বহু মানুষ। আবার কেউ শখ করে ছাদ বাগান (Rooftop Garden) তৈরি করেন। রঙবেরঙের ফুলের গাছ বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়ে রাখেন বাড়িতে। এমন কিছু গাছ রয়েছে যাদেরকে বাড়িতে নিয়ে আসা হয় বাস্তুশাস্ত্র মেনে। যারা বাস্তুশাস্ত্রে বিশ্বাসী, তাঁরা তুলসী, মানিপ্ল্যান্ট, বেল প্রভৃতি গাছ বাড়িতে এনে লাগান।
এতে তাঁরা বিশ্বাস করেন বাড়িতে শুভ শক্তির আগমন ঘটবে। বিপত্তি থেকে মুক্তি মিলবে। শান্তিতে থাকবে পরিবার । তবে এমনও কিছু গাছ রয়েছে যেগুলি আপনার বাড়ির আশেপাশে রয়েছে মানেই তার নেতিবাচক প্রভাব আপনার বাড়িতে পড়ছে। এমনটাই বলছে বাস্তুশাস্ত্র (Vastu Shastra)। গাছ মাত্রই সেটা ইতিবাচক প্রভাব ফেলবে এমনটা হতে পারে না। আমাদের চেনা জানার মধ্যেই বেশ কিছু গাছ রয়েছে যেগুলি ভীষণভাবে ক্ষতি করতে পারে বাড়ির আশেপাশে থাকলে তাই চটজলদি সেই গাছগুলি সম্পর্কে জেনে আজই সমস্যা মিটিয়ে ফেলুন।
বাস্তুশাস্ত্র মতে, আপনার বাড়ির আশেপাশে যদি কোথাও বাবলা গাছ (Acacia Tree) জন্মায় তাহলে চোখে পড়া মাত্রই তুলে ফেলুন। কারণ এই গাছ বাড়ির কাছাকাছি থাকা অশুভ বলে মনে করা হয়। এই গাছের মাধ্যমে অশুভ শক্তির প্রবাহ বাড়ে বাড়িতে । এছাড়াও বাবলা গাছের মধ্যে থাকে কাঁটা যা কাজে বাধার প্রতি হিসেবে মনে করা হয় বাস্তুশাস্ত্রে । এমনকি পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপরেও খারাপ প্রভাব পড়তে পারে শুধুমাত্র বাবলা গাছ থাকার কারণে।
এছাড়াও রয়েছে বের গাছ। বাস্তু অনুযায়ী বাড়ির কাছাকাছি যদি বের গাছ থাকে তাহলে সেই বাড়িতে থাকে না দেবী লক্ষ্মী। তিনি ক্ষুব্ধ হন। বেড় গাছেও থাকে কাঁটা। যা যেকোনো গৃহস্থের জন্যেই ভালো কাজে বাধা সৃষ্টি করতে পারে। তাই বাড়ির আশেপাশে কখনও বের গাছ লাগাবেন না । আর যদি থেকেও থাকে তবে অবশ্যই তুলে ফেলুন। লেবু গাছ কিংবা আমলকি গাছ অনেকের বাড়িতেই দেখা যায়। তবে বাস্তুশাস্ত্র বলছে, লেবু অথবা আমলকি কোন গাছটাই বাড়ির জন্য অন্ততপক্ষে ভালো নয় । এই গাছ বাড়িতে অশান্তির সৃষ্টি করে। তাই বাড়িতে কখনই লেবু বা আমলকি গাছ লাগানো উচিত নয়।
অনেক জায়গাতেই দেখা যায় অশ্বত্থ গাছকে (Banyan Tree) পুজো করা হচ্ছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই গাছে দেবতাদের বসবাস থাকে। তার জন্য পুজো করা হয় কিন্তু বাড়িতে অশ্বত্থ গাছ গজিয়ে উঠলে অথবা বাড়ির আশেপাশে কোথাও অশ্বত্থ কাজ থাকলে তা তাড়াতাড়ি তুলে ফেলার ব্যবস্থা করুন। কারণ বাস্তুশাস্ত্র বলছে, এই অশ্বত্থ গাছের ছায়া যতদূর পর্যন্ত যায় সেখানেই ধ্বংসের আগাম বার্তা পৌঁছে দেয়। তাই বাড়ির পাঁচিলে কিংবা ছাদের কোণায় গজিয়ে ওঠা অশ্বত্থ গাছকে কখনই বাড়তে দেবেন না।
কোন গাছ বাড়িতে রাখলে আপনার জন্য শুভ, কোন গাছ বাড়িতে বেড়ে উঠলে পরিবারের জন্য অশুভ এই সংক্রান্ত তথ্য আরও বিস্তারিত জানতে অবশ্যই বিশেষজ্ঞ কোন ব্যক্তির পরামর্শ নেওয়া জরুরী । প্রতিবেদনে উল্লেখিত তথ্য গুলি সবই সাধারণ জ্ঞানের জন্য।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম