।। প্রথম কলকাতা ।।
Chanchal-Anirban: এর আগে তাঁর ফেসবুক পোস্টে এপার বাংলার তারকার প্রশংসা করতে দেখা গিয়েছে। বলতে গেলে, দু’জন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা। সম্প্রতি তাঁদের দু’জনের যুগলবন্দী উপহারে পেয়েছেন দর্শকরা, প্রশংসা করেছেন সকলে। এবার সরাসরি অনির্বাণের (Anirban Bhattacharya) মুখোমুখি চঞ্চল চৌধুরী। হইচই-এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন চঞ্চল বাবু নিজে।
যেখানে ১০ বছর আগের কথা মনে করতে দেখা গিয়েছে অনির্বাণকে। অভিনেতা বলেন, বছর দশেক আগে কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হয়েছিল বাংলাদেশের একটি নাটক। যার নাম ‘Rarang’। পরিচালক ছিলেন Mamunur Rashid। সেই নাটকে একটি সাঁওতাল পরগনাকে জমিদার এবং ব্রিটিশরা দমিয়ে রাখতে চাইছে। অর্থাৎ তারা ওই জনজাতিকে পুরোপুরি নিকেশ করতে চাইছে। সেক্ষেত্রে তাঁদের হাতিয়ার হচ্ছে স্থানীয় থানার দুই পুলিশ। আর তাঁদের মধ্যে একজন পুলিশ অসম্ভব শয়তান, আবার একই সময় রসিকও। সে বাঁশি বাজিয়ে, গান করে চক্রান্তের জাল বিস্তার করে। তখন প্রচুর অভিনেতাদের সঙ্গে অভিনয় করছিলেন চঞ্চল চৌধুরী। সেই সময় আমার বয়স ছিল ২৬ বছর।
অভিনেতার এই ইন্ট্রোডাকশনে কার্যত হেসে ফেলেন চঞ্চল বাবু (Chanchal Chowdhury)। তবে অনির্বাণের বক্তব্য, ভিডিও শুরু করার জন্য এই স্মৃতিটা শেয়ার করা জরুরী ছিল। অভিনেতার কথায়, ‘দুই বাংলার রক্তাক্ত ইতিহাস সম্পর্কে সকলেই কমবেশি জানেন। অনেকদিন পর আমার মনে হয়েছে, শিল্পের ক্ষমতার কারণে সেই রক্তাক্ত ইতিহাসের উপর এক প্রলেপ পড়ছে। কোথাও গিয়ে অভিনয় রক্তাক্ত ইতিহাসকে ভুলে এক মিলনের দিকে নিয়ে যাচ্ছে’। এরপরই অনির্বাণ চঞ্চল বাবুর কাছ থেকে একটি অনুমতি চেয়ে নেন। বলেন, ক্যামেরার সামনে আমি তোমায় তোমার ডাকনাম ধরে ডাকতে পারি তো?
চঞ্চল চৌধুরীকে ‘বড় বাবু’ বলে সম্মোধন করেন এপার বাংলার জনপ্রিয় তারকা। অন্যদিকে পাল্টা তাঁকে ‘ছোট বাবু’ বলে সম্বোধন করে থাকেন চঞ্চল চৌধুরী। কথায় কথায় অনির্বাণ বলেছেন, সাম্প্রতিককালে কলকাতায় যা হয়েছে তা ভোলার নয়। ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে অতিথি হিসেবে যোগ দিয়েছেন চঞ্চল চৌধুরী। সেখানে মেজবাউর রহমান সুমন (Mejbaur Rahman Sumon) পরিচালিত ‘হাওয়া’ সিনেমার প্রচারে দেখা গিয়েছে তাঁকে। এদিকে ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় উৎসব উপলক্ষে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার ৩৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘হাওয়া’ (Hawa)। আগামী ২২ ডিসেম্বর ‘হইচই’তে মুক্তি পাবে ‘কারাগার ২’। সেই প্রচারেও অংশ নিচ্ছেন চঞ্চল চৌধুরী তথা অনির্বাণের ‘বড় বাবু’। আর এর মুক্তিকে ঘিরেই একটি ভিডিও প্রকাশ করেছে ‘হইচই’। যার একটি অংশ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন চঞ্চল চৌধুরী।
‘বড় বাবু’কে অনির্বাণ বলেন, ‘আমার মনে হয় তুমি একটা বিরাট কাজ করতে পেরেছো। তোমার অভিনয়ের আইডেন্টিটিটা একটা ঐতিহাসিক জায়গায় এসে দাঁড়াল’। ওয়েব সিরিজ ‘তাকদীর’ প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, ‘করোনা মহামারীর ওই সময় থেকে আমরা সবাই খুবই ডিপ্রেসড। তখন মনকে আরাম দেওয়া এমন একটি চরিত্রে অভিনয়, তারপর ‘হাওয়া’, ‘কারাগারের সিজন ওয়ান’, এখন ‘কারাগার পার্ট ২’- (Karagar Part 2) সবকিছু মিলিয়ে আমার মনে হয় তুমি একটা চিকিৎসক। আমাদের অসুস্থতায় তুমি একজন ডাক্তারের কাজ করেছো’।
ভিডিওতে চঞ্চল চৌধুরীকে বলতে শোনা যায়, ‘ছোট বাবু আমার বেশি প্রশংসা করছে। অভিনয়টা কী? সেটাই আসলে শেখা হয়নি, করা হয়নি। কী করে যাচ্ছি, আসলে নিজেও জানিনা। ভুল হতে পারে, কখনও হয়তো একটু ঠিকও হতে পারে। সেই ঠিকটুকু হয়তো দর্শকদের কাছে একটু ভালো লাগে। আর কিছুটা তোমার ভালো লেগেছে’। এদিন ভিডিও ফেসবুকে শেয়ার করে চঞ্চল বাবু ক্যাপশনে লেখেন, ‘আসছে কারাগার ২’। ভিডিওর নিচে বয়ে গিয়েছে মন্তব্যের বন্যা। নেটিজেনদের কাছে দু’জনেই খুব প্রিয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম