।। প্রথম কলকাতা ।।
Moles On Lip: যেকোনো মানুষের অঙ্গভঙ্গি এবং তাঁর চাহনি সেই ব্যক্তির ব্যক্তিত্ব ও আচরণ সম্পর্কে একটা ধারণা তৈরি করতে সাহায্য করে। যেকোনো মানুষের কথা বলার ধরন , তাঁর চেহারা অন্যান্য মানুষের কাছে আকর্ষণীয় বলে মনে হতেই পারে। তবে জানেন কি মুখের মধ্যে থাকা তিলের মাধ্যমেও কোন ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে কিছুটা ধারণা আপনি পেতে পারেন , এমনটাই বলছে সমুদ্র সাস্ত্র। অনেক সময় দেখা যায় পুরুষ কিংবা মহিলা ঠোঁটের কাছাকাছি ওপরে কিংবা নিচে তিল থাকে। মহিলাদের ক্ষেত্রে ঠোঁটে তিল (Mole on Lip) থাকলে তাকে সৌন্দর্যের প্রতীক হিসেবে ধরে নেওয়া হয়। কিন্তু এই ছাড়াও ওই তিলের পেছনে লুকিয়ে রয়েছে আরও অনেক তথ্য।
ঠোঁটের কোথায় তিল থাকলে কেমন ব্যক্তিত্ব হয় জেনে নিন
- সামুদ্রিক শাস্ত্রমতে (Shamudrik Shashtra) ঠোঁটের ওপরে ডানদিকে যদি কোন নারীর তিল থাকে তাহলে তিনি জীবনসঙ্গীর দিক থেকে অত্যন্ত ভাগ্যবতী হন। আবার ওই একই জায়গায় যদি পুরুষের তিল থাকে তাহলে তাকে স্বভাব চরিত্রের দিক থেকে ততটা ভদ্র সভ্য বলে মনে করা হয় না।
- আবার যাদের ঠোঁটের নিচে ডান দিকে তিল থাকে তাঁরা কর্ম ক্ষেত্রে অত্যন্ত সুনাম অর্জন করেন। আশেপাশের মানুষের মধ্যেও নিজেদের আলাদা জায়গা তৈরি করে নিতে পারেন সেই সকল ব্যক্তিরা । কিন্তু তাঁরা একটু বেশি ভোজন রসিক হয়ে থাকেন। আর কাছের মানুষের প্রতি তাদের দুর্বলতা অনেক বেশি হয়।
- সামুদ্রিক শাস্ত্রে বলে ঠোঁটের নিচে বাঁদিকে যদি তিল থাকে এই সমস্ত মানুষ পোশাক পরিচ্ছদের দিকে খুব সহজেই আকৃষ্ট হয়ে যান। তাঁরা খাবার খেতে এবং খাওয়াতে ভালোবাসেন।
- ঠোঁটের ওপরে বামদিকে যাদের তিল থাকে সেই সকল ব্যক্তিরা ভালো মনের মানুষ হন। আশেপাশের মানুষ দ্বারা তাঁরা খুব কম প্রভাবিত হন এবং অন্য মানুষকে নিজেদের প্রতিভা দিয়ে প্রভাবিত করতে এরা সক্ষম। কোন পুরুষের যদি ঠোঁটের বাম দিকে তিল থাকে তবে তিনি স্ত্রীর কাছ থেকে খুব একটা সমর্থন পান না সবকিছুতে। তাই অনেক পুরুষই ঠোঁটের বাম দিকে তিল থাকাকে অশুভ বলে মনে করেন।
- দুই ঠোঁটের মধ্যে ওপরের ঠোঁটে যাদের তিল থাকে সেই ধরনের মানুষ খুব বেশি কথা বলতে ভালোবাসেন। এদের কন্ঠ বেশ খানিকটা আকর্ষণীয় হয় । তবে তাদের কাছে এই তিলটি বিলাসিতা এবং কামুকতার প্রতীক হিসেবে আসে। এরা সাধারণত খুব একটা কষ্টকর জীবন পছন্দ করেন না। বেশ আরামদায়ক জীবন যাপনে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই ধরনের মানুষ । তবে পরিশ্রমের দিক থেকে এরা অন্যান্যদের তুলনায় কোন অংশেই পিছিয়ে নেই।
প্রাচীন সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী কোন একজন ব্যক্তির শরীরে বারোটির বেশি তিল থাকলে তাকে অশুভ বলে মনে করা হয়। কিন্তু বারোটি কিংবা তার থেকে কম সংখ্যায় তিল যদি তাদের শরীরে থাকে তা সৌভাগ্যের প্রতীক। এই প্রতিবেদনে দেওয়া তথ্য একেবারেই বিশ্বাসের ভিত্তিতে। তাই এই তথ্য বিশ্বাস করা কিংবা অনুশীলন করার আগে অবশ্যই এই বিষয়ে বিশেষজ্ঞ কোন ব্যক্তির পরামর্শ নেওয়া কিংবা তাঁর সাথে আলোচনা করা উচিত।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম