।। প্রথম কলকাতা ।।
Drones in Agriculture: বিজ্ঞানের উন্নতির সাথে সাথে কৃষি খাতেরও উন্নতি এবং সৌন্দর্যায়ন শুরু হয়েছে। কৃষি খাতে উন্নয়নের জন্য বিশেষজ্ঞরা নতুন নতুন কৌশল উদ্ভাবন করে চলেছেন। সম্প্রতি কৃষকদের সাহায্য করতে কাজে লাগানো হচ্ছে ড্রোন। বহু কৃষক ইতিমধ্যেই ড্রোন ব্যবহার শুরু করেছেন। আগে যেখানে একজন কৃষক মাত্র ১০ বিঘা ফসল চাষ করতে পারতেন, সেখানে কম পরিশ্রমে ড্রোনের সাহায্যে প্রায় ৫০ থেকে ১০০ বিঘা জমিতে অনায়াসে ফসল তুলতে পারছেন। মাঠে ড্রোন কৃষকদের অংশীদার হিসেবে কাজ করছে। এই বিষয়টির উপর বিশেষভাবে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার।
‘এবিপি নিউজ’-এর সূত্র অনুযায়ী, এগ্রি ড্রোন ভর্তুকি প্রকল্পের অধীনে কৃষকরা ৫ লক্ষ টাকা পর্যন্ত ড্রোন কেনার উপর ৫০% ভর্তুকি পাবেন। কিন্তু আপনি স্কিম অনুযায়ী ড্রোন কিনলেন, অথচ চাষাবাদে কিভাবে সাহায্য করবে তা জানেন না। তাহলে ড্রোন বেকার হয়ে যাবে। সম্প্রতি সরকার ড্রোনের প্রশিক্ষণের জন্য নানান জায়গায় কেন্দ্র খুলেছে। কারণ চাষাবাদের জন্য ড্রোন কিভাবে ব্যবহার হবে সেই বিষয়ে প্রশিক্ষণ নেওয়া অত্যন্ত জরুরি।
হরিয়ানায় তিনটি, মহারাষ্ট্রের চারটি, মধ্যপ্রদেশে একটি, তেলেঙ্গানায় দুটি ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খোলা রয়েছে। এছাড়াও প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে আহমেদাবাদ, শাহপুর, জামশেদপুর, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ে। ড্রোন বিষয়ক ট্রেনিং নেওয়ার জন্য প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
ড্রোনের সাহায্যে চাষ করার উপকার
- প্রতিবছর শুধুমাত্র পোকামাকড় এবং ফসলের রোগে কোটি কোটি টাকার ফসল নষ্ট হয়ে যায়। যারা বেশি পরিমাণে জমি চাষ করেন, তারা খুব সহজেই ড্রোন ক্যামেরার সাহায্যে ফসলের রোগ চিহ্নিত করতে পারবেন।
- ফসলের কোন পোকা আক্রমণ করেছে তাও বুঝতে পারবেন। যার ফলে কৃষকরা সময় মতো ফসল সংরক্ষণ করতে সক্ষম হবেন।
- ড্রোন রয়েছে মাল্টিস্পেক্ট্রাল সেন্সর এবং আরজিবি সেন্সর, যার সাহায্যে কৃষির ক্ষতি সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা যাবে। ড্রোন খুব সহজেই কৃষি জমির সংক্রমণ, কীটপতঙ্গ এবং আগাছা দ্বারা প্রভাবিত এলাকার তথ্য সংগ্রহ করে পৌঁছে দেবে কৃষকদের কাছে। কৃষকরা খুব দ্রুত রাসায়নিক ব্যবহার করে ফসলকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবেন।
- এছাড়াও সার এবং কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে কৃষকদের প্রচুর সময় লেগে যায়। সেখানে ড্রোন এই কাজ করবে মাত্র কয়েক ঘন্টার মধ্যে।
- ড্রোনে থাকা উচ্চ প্রযুক্তির সেন্সর গুলি ফসলের ঠিক কোথায় পুষ্টির অভাব রয়েছে তা চিহ্নিত করে সঠিক জায়গায় স্প্রে করবে। পাশাপাশি ফসল পর্যবেক্ষণের জন্য মাটি পরীক্ষা করাও ড্রোনের কাজ। কৃষি ক্ষেত্রে ড্রোনের ব্যবহার বেশ লাভজনক।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম