।। প্রথম কলকাতা ।।
দৈনিক জীবনে লাগে এমন অনেকে প্রয়োজনীয় সামগ্রী যেমন চাল, ডাল, তেল-মশলা, সবজি, পাউরুটি ইত্যাদি অর্ডার করা যায় Swiggy এর গ্রসারি প্ল্যাটফর্ম Instamart থেকে। খাবারের পাশাপাশি অনেকেই চটজলদি মুদি সামগ্রী অর্ডার করে থাকেন। কিন্তু কখনো শুনেছেন কেউ ১৬.৬ লাখ টাকার মুদি সামগ্রী অর্ডার করেছে? শুনতে অবিশ্বাস্য লাগলেও বেঙ্গালুরুর এক ব্যক্তি এই কীর্তি ঘটিয়েছেন সম্প্রতি।
কিছুদিন হল Swiggy তাদের বার্ষিক ট্রেন্ড রিপোর্ট ‘HOW INDIA SWIGGY’D 2022’ প্রকাশ করেছে। ভারতে কোন খাবার সবচেয়ে বেশি অনলাইন অর্ডার হয়েছে, একবারে সর্বাধিক কত টাকার মুদি সামগ্রী ও খাবার অর্ডার হয়েছে এই সমস্ত তথ্য এই রিপোর্টে তুলে ধরা হয়েছে। উক্ত তথ্য থেকেই জানা গিয়েছে মাত্র একটি অর্ডারে ১৬.৬ লক্ষ টাকা খরচ করেছেন এক ব্যক্তি।
আরও পড়ুন : মাত্র 2 টাকায় ভারতে চালু Spotify সাবস্ক্রিপশন, বিনা বাঁধায় স্ট্রিম ও ডাউনলোড হবে গান
শুধু তাই নয়, দীপাবলির সময় মাত্র একটি অর্ডারে সর্বাধিক ৭৫ হাজার টাকা মূল্যের খাবার অর্ডার করেছিলেন এক ইউজার। আরও এক ইউজার ৭১,২২৯ টাকার কেবল বার্গার ও ফ্রাইস অর্ডার করেছিলেন। ২০২২ সালে ভারতে কোন খাবার সবচেয়ে বেশি অর্ডার হয়েছে সেই তথ্যও জানিয়েছে Swiggy।
if you put all top 5 food orders of 2022 in your cart, this is how it would look like 🤯 pic.twitter.com/VuuGB9gBqd
— Swiggy (@Swiggy) December 16, 2022
Swiggy তে সবচেয়ে বেশি অর্ডার হওয়া খাবার
Swiggy থেকে সবচেয়ে বেশি ইউজাররা অর্ডার করেছেন চিকেন বিরিয়ানি (Chicken Biryani)। ২০২২ সালে প্রতি মিনিটে ১৩৭ বার চিকেন বিরিয়ানির অর্ডার এসেছে বলে দাবি Swiggy এর। এই তালিকায় পরবর্তী স্থানগুলিতে রয়েছে মাসালা দোসা, চিকেন ফ্রায়েড রাইস, পনির বাটার মাসালা এবং বাটার নান। অন্যদিকে Swiggy Instamart থেকে সবচেয়ে বেশি অর্ডার হয়েছে ইনস্ট্যান্ট নুডল এবং দুধ। সংস্থার দাবি, তাদের সবচেয়ে দ্রুত অর্ডার ডেলিভারি করা হয়েছে মাত্র ১.০৩ মিনিটে (রেঁস্তোরা থেকে ৫০ মিটার দূরত্বে থাকা একজন গ্রাহককে ইনস্টমার্ট অর্ডার ডেলিভারি করা হয়েছিল)।
সংস্থা আরও জানিয়েছে, ২০২২ সালে ভারতীয় খাবারের (Indian Cuisine) পাশাপাশি কোরিয়ান, ইতালিয়ান, মেক্সিকান, পাস্তা, পিজ্জা, সুসি ইত্যাদি খাবারেরও দারুন চাহিদা দেখা গিয়েছে ইউজারদের মধ্যে।