।। প্রথম কলকাতা ।।
Serial TRP: ফের হাজির হয়ে গিয়েছে সেই দিন, যখন জানা যাবে কোন ধারাবাহিক দর্শকদের বেশি মনে ধরেছে। আর কোন ধারাবাহিক দর্শকদের পছন্দের তালিকা থেকে বাদ হয়ে গিয়েছে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বের হয় টিআরপি চার্ট (TRP Chart)। এই সপ্তাহের চার্টে খুব একটা অদল বদল হয়নি। এই সপ্তাহেও সেরার মুকুট গিয়েছে ‘জগদ্ধাত্রী’র মাথায়। ‘জি বাংলা’য় সম্প্রচারিত হওয়ার পর থেকে দর্শকদের মন কেড়েছে এই ধারাবাহিক। অন্যান্য সিরিয়ালের থেকে এর কাহিনী একেবারেই আলাদা। তবে বাকি ধারাবাহিকের জায়গা কত নম্বর স্থানে?
৮.৪ রেটিং পেয়ে দ্বিতীয়তে ‘পঞ্চমী’ (Panchami)। প্রথম সপ্তাহেই দর্শকদের টেনেছে সুস্মিতা-রাজদীপ অভিনীত এই মেগা। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। দীপা আর তাঁর ডাক্তারবাবুর আলাদা হয়ে যাবার পর তাঁদের কাহিনী TRP চার্টের সেরা দশে নিজেদের জায়গা ধরে রেখেছে। বলতে গেলে ফের আবার কবে তাঁরা এক হবে, তা দেখার জন্যই অধীর আগ্রহে বসে রয়েছে ধারাবাহিকের অনুরাগীরা।
এক নজরে সেরা ১০-
১. জগদ্ধাত্রী (৮.৬)
২. পঞ্চমী (৮.৪)
৩. অনুরাগের ছোঁয়া (৮.০)
৪. গৌরী এলো (৭.৮)
৫. খেলনা বাড়ি, নিম ফুলের মধু (৭.৭)
৬. গাঁটছড়া, ধূলোকণা (৭.১)
৭. আলতা ফড়িং (৭.০)
৮. এক্কা দোক্কা (৬.৫)
৯. মিঠাই (৬.৪)
১০. সাহেবের চিঠি (৬.৩)
নতুন শুরু হওয়া ধারাবাহিক ঢুকে গিয়েছে সেরা দশের তালিকায়। অন্যদিকে একসময় যারা শীর্ষে ছিল, তাদের ফল আজ ভালো নয়। চলতি মাসে শুরু হয়েছে আরও কতগুলি নতুন মেগা। দর্শকদের মনোরঞ্জন করতে প্রতিদিনই নতুন নতুন ধারাবাহিক শুরু হচ্ছে, আসছে নতুন গল্প। পুরনো গল্পে আসছে নতুন ট্যুইস্ট। পরিবর্তন হচ্ছে সম্প্রচারের সময়েও। আর তাতেই বদল আসছে টিআরপি চার্টে। চলতি সপ্তাহে ‘মিঠাই’-এর (Mithai) স্থান হয়েছে নবমে। এক সময় এই ধারাবাহিক ছিল টিআরপি চার্টের প্রথম স্থানে। এদিকে ৬.৩ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে ‘সাহেবের চিঠি’ (Shaheber Chithi)।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম