।। প্রথম কলকাতা ।।
Business Idea: দীর্ঘদিন ধরে কৃষি কাজের সাথে যুক্ত অথচ তেমন কোন মুনাফা হাতে আসছে না। পরিশ্রম ঠিক ততটাই করতে হচ্ছে কিন্তু লাভের পরিমাণ ক্রমশ কমে আসছে। এরকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন বহু কৃষক। তাই তাঁরা বর্তমানে নিজেদের কৃষিকাজকে ব্যবসায় রূপান্তরিত করার প্রচেষ্টা করছেন। বিষয়টা বলতে সহজ হলেও তাকে বাস্তব রূপ দেওয়া খানিকটা কঠিন। সবার প্রথম যেটা মাথায় আসে তা হল খরচের কথা। কিন্তু এমন বেশ কিছু ধরনের ব্যবসা রয়েছে যেক্ষেত্রে প্রথমে পুঁজি বিনিয়োগ করতে হবে অল্প পরিমাণে । সেই ব্যবসা কৃষকদের জন্য লাভজনক হিসেবেও প্রমাণিত হয়েছে।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে কম খরচে শুরু করতে পারবেন ব্যবসা
- জৈব সার তৈরি : চাষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা উপকরণ হল জৈব সার। বিভিন্ন ফসলের পুষ্টিগত মান ভালো রাখার জন্য কৃষকরা জৈব সার ব্যবহার করে থাকেন। স্বাভাবিকভাবেই বাজারে জৈব সারের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে যদি জৈব সার তৈরি করার ব্যবসা শুরু করা যায় তাহলে খুব সহজেই লাভ করা যাবে যথেষ্ট পরিমাণে টাকা। আর এই ব্যবসার জন্য আলাদা কোন জায়গা কিংবা বড়সড় প্রস্তুতির প্রয়োজন হয় না। নিজের বাড়িতেই জৈব সার তৈরি করতে পারেন যে কোন মানুষ।
- ডেইরি ফার্ম : গ্রামের দিকে আগে প্রত্যেক বাড়িতেই গরু মহিষ থাকতো। বর্তমানে সেই ছবিতে কিছুটা বদল এসেছে। এখনও পর্যন্ত অনেক গ্রামের বাড়িতেই গরু মহিষ দেখা যায় তবে সেই পরিমাণে নয়। ডেইরি ব্যবসা এমন এক ধরনের ব্যবসা যা সারা বছর ধরে চলবে। আপনাকে লাভও দেবে সারা বছর ধরে। গরু মহিষ থেকে যেমন দুধ সংগ্রহ করে সেটা আপনি বিক্রি করতে পারবেন একই সঙ্গে গোবর দিয়ে গোবর সার তৈরি করা যাবে। যা বাজারে বিকোবে নিশ্চিন্তে। এছাড়াও দুগ্ধজাত পণ্য উৎপাদন করে নিজের লাভের পরিমাণ বৃদ্ধি করতে পারেন।
- বাঁশের ব্যবসা : গ্রামে গঞ্জে রাস্তার ধারে, পুকুরের ধারে বড় বড় বাঁশ ঝাড় দেখতে পাওয়া যায়। কিন্তু সেই বাঁশঝাড় দিয়েই যে ব্যবসা করা যায় এই বিষয়টি সকলের মাথাতেই আসে না। বর্তমান বাজারে বাঁশের চাহিদা বৃদ্ধি পেয়েছে তাই এই বাঁশ চাষের মাধ্যমে ব্যবসা শুরু করতে পারেন আপনিও। এতে সময় কম লাগবে। জায়গা কম লাগবে খরচ কম হবে অথচ মুনাফা আসবে তুলনামূলকভাবে অনেকটাই বেশি।
- ঝাড়ুর ব্যবসা : প্রত্যেক গৃহস্থ বাড়িতে ঝাড়ু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে অন্যতম একটি। ঝাড়ু ছাড়া ঘরবাড়ি পরিষ্কার করা কিছুতেই সম্ভব নয় । তাই এই ব্যবসা যদি শুরু করা যায় লাভবান হওয়া নিশ্চিত। এতে সময়ও কম লাগে খরচও কম হয়। আর এই ব্যবসা বাড়ি থেকেই শুরু করা যায়। প্রথম দিকে একাধিক কর্মীরও প্রয়োজন হয় না।
- মাশরুম ব্যবসা : বাজারে আজকাল প্যাকেটজাত মাশরুম বিক্রি করা হয়। কারণ ক্রেতাদের মধ্যে মাশরুম কেনার চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই মাশরুম অত্যন্ত লাভজনক একটি চাষ । নিজের বাড়িতেই ছাউনি করে যদি মাশরুম উৎপাদন করা যায় তবে বাজারে সেগুলি বিক্রি করলে যথেষ্ট পরিমাণে লাভ রাখা যাবে।
উপরে উল্লেখিত এই ব্যবসা গুলি শুরু করার জন্য মোটা অঙ্কের পুঁজি প্রয়োজন হয় না। সামান্য কিছু টাকা হাতে নিয়ে ব্যবসা শুরু করলেই কাজ চালিয়ে নেওয়া যায়। কম টাকায় এই পাঁচটি ব্যবসা আপনাকে পরবর্তীতে মোটা অঙ্কের লাভ এনে দিতে পারে। তবে অবশ্যই তার জন্য ধৈর্য ও কঠোর পরিশ্রম প্রয়োজন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম