।। প্রথম কলকাতা ।।
New Business Ideas: স্বল্প পুঁজিতেই শুরু করতে পারবেন নিজের ব্যবসা। চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতে হবে না। এই ব্যবসা আপনাকে স্বনির্ভর করে তুলবে। ভালো চাকরি নেই মানে বিভ্রান্ত হয়ে পড়া নয়, ব্যবসা করেও প্রচুর টাকা ইনকাম করা যায়। অনেকের মনে রীতিমত গেঁথে রয়েছে, ব্যবসা মানেই মোটা টাকার ইনভেস্টমেন্ট। কিন্তু এই ধারণা একেবারেই ভুল। কম ইনভেস্টমেন্টেও প্রচুর লাভ করা যায়। তার জন্য প্রয়োজন একটু পরিশ্রম আর ধৈর্যের। চাকরির বয়স পেরিয়ে গেলেও অনায়াসে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। তাই চাকরি না পেলে একদম হতাশাগগ্রস্ত হবেন না। শুরু করুন নিজস্ব ব্যবসা।
সামান্য পুঁজি নিয়েই শুরু করতে পারেন শালপাতার থালা বাটি তৈরির ব্যবসা। বর্তমানে প্লাস্টিক ব্যবহারের ক্ষতি নিয়ে মানুষ সরব। সেক্ষেত্রে অনেকেই চান এমন জিনিস ব্যবহার করতে যা পরিবেশ দূষণ করবে না। সেক্ষেত্রে আজও বাজারের শালপাতার থালা বাটির যথেষ্ট চাহিদা রয়েছে। কোন কাজ কিংবা কোন পেশাই ছোট নয়। যদি মন দিয়ে পরিশ্রম সহকারে কোন কাজ করা যায় তাহলে প্রচুর আয়ের সুযোগ রয়েছে।
প্রয়োজনীয় জিনিস
শাল পাতার থালা বাটির ব্যবসার জন্য প্রয়োজনীয় কাঁচামাল কিনতে কিছু টাকা লাগবে। এই জিনিসগুলি তৈরির ক্ষেত্রে কয়েকজন কর্মীর প্রয়োজন। শালপাতা পশ্চিমবঙ্গে একেবারেই দুষ্প্রাপ্য জিনিস নয়, বরং ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া প্রভৃতি জেলায় আপনি অত্যন্ত কম দামে পাইকারি দরে শাল পাতা কিনতে পারেন। বহু সংস্থা আছে যারা শহরাঞ্চলে বা রাজ্যের বিভিন্ন জায়গায় শাল পাতা সরবরাহ করে থাকে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি কর্মী দিয়ে না সম্ভব হয় তাহলে মেশিন কিনে নিতে পারেন। শাল পাতার থালা বাটি তৈরির মেশিন বাজারে পাওয়া যায়। সেক্ষেত্রে সময় কম লাগবে অথচ উৎপাদন বেশি পরিমাণে হবে। সাধারণত শাল পাতা থালা বাটি তৈরির মেশিন দুই রকমের। একটি মোটর চালিত, আর একটি হস্তচালিত। যন্ত্র চালিত মেশিনের ক্ষেত্রে আবার বিদ্যুতের খরচ রয়েছে, আর হস্ত চালিত মেশিনের ক্ষেত্রে আপনাকে কর্মী নিয়োগ করতে হবে।
পদ্ধতি
প্রথমে শাল পাতা গুলিকে ভিজিয়ে সেলাই করে নিয়ে তবেই মেশিনে দিতে হবে। তারপর মেশিন থেকে বিভিন্ন সাইজের থালা বাটি বেরিয়ে আসবে। তার আগে মেশিনের কোন ডাইস ব্যবহার করবেন সেক্ষেত্রে তা নির্ধারণ করা অত্যন্ত জরুরি। সাধারণত ছোট বড় বিভিন্ন আকারের থালার ডাইস পাওয়া যায়। ডাইস অনুযায়ী দাম হয়ে থাকে। আপনি বাজারে প্রায় ১০০ টি শাল পাতা ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি করতে পারেন। ১০০০টি শাল পাতা হলে আপনি বাজার থেকে দাম পেতে পারেন প্রায় ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত।
বর্তমানে যেহেতু শাল পাতার প্লেট বাটির চাহিদা বাড়ছে, সেক্ষেত্রে এই ব্যবসা ভবিষ্যতে খুব ভালো চলবে। যদিও প্লেট বাটি তৈরি করতে আপনি বিভিন্ন পাতা ব্যবহার করতে পারেন, তবে সবথেকে সহজলভ্য এবং সস্তায় পাবেন শাল পাতা। এটি সহজেই পচনশীল এবং মাটির সঙ্গে মিশে যায়। যার কারণে পরিবেশ দূষণ হয় না। পাতার থালা বাটির চাহিদা মোটামুটি সারা বছর একই থাকে। এছাড়াও বিয়ে বাড়ির অনুষ্ঠান, কোন ধর্মীয় উৎসব, অনুষ্ঠান, হোটেল, বাজার রেস্টুরেন্টে এর চাহিদা ব্যাপক। এই ব্যবসার মাধ্যমে আপনি শুধু একাই নন পরবর্তীকালে বহু মানুষকে কাজ দিয়ে তাদেরকেও স্বনির্ভর করতে সাহায্য করতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম