।। প্রথম কলকাতা ।।
চলতি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচের রেফারি অ্যান্তনিও মাতেও লাহোজকে বাড়ি পাঠিয়ে দিল ফিফা। বিশ্বকাপের আর কোন ম্যাচ পরিচালনা করতে পারবেন না এই স্প্যানিশ রেফারি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের একটি প্রতিবেদনে এমনটাই জানা গেছে। আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের পর থেকেই বিতর্কে অ্যান্তনিও মাতেও লাহোজ। বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মোট ১৬টি হলুদ কার্ড সহ একটি লাল কার্ড দেখান লাহোজ। তাঁর হলুদ কার্ড থেকে বাদ যাননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও। এমনকি আর্জেন্টিনার সহকারী কোচকেও হলুদ কার্ড দেখান স্প্যানিশ রেফারি।
এমনভাবে ম্যাচ পরিচালনার জন্য ক্ষুব্ধ হন লিওনেল মেসি। ম্যাচের পর রেফারি প্রসঙ্গে প্রশ্ন করা হলে মেসি জানান, আমি রেফারি নিয়ে কথা বলতে চাই না। এখনই আমাকে নিষেধাজ্ঞা দেবে। তবে ম্যাচে কি হয়েছে, মানুষ দেখেছে।” আর্জেন্টাইন সুপারস্টার আরও বলেন, ফিফার উচিত বিষয়টির দিকে নজর দেওয়া। এমন একজন রেফারিকে দিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া মোটেই ঠিক হয়নি।” মেসির পাশাপাশি রেফারি নিয়ে ক্ষোভ উগড়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমলিয়ানো মার্টিনেজ।
রেফারির হলুদ কার্ডের কোপে ইতিমধ্যেই সেমিফাইনালে খেলা অনিশ্চিত হয়ে গেছে ডিফেন্ডার মার্কোস আকুনা ও রাইট ব্যাক গঞ্জালো মন্টেল। দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে পারবেন না। তবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা অ্যান্তনিও মাতেও লাহোজকে বাড়ি পাঠিয়ে দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা শিবির। অনেকে আবার বলছেন ফিফা লিওনেল মেসি ও এমলিয়ানো মার্টিনেজের কথা শুনেছে।