।। প্রথম কলকাতা ।।
ভারতীয় প্রতিযোগিদের সোয়ানে সোয়ানে টক্কর দিতে তৈরি বিদেশি কোম্পানি BYD Atto 3 ইলেকট্রিক SUV। চলতি বছর অক্টোবর মাসে লঞ্চ হয় গাড়িটি। বুকিং করার জন্য গ্রাহকদের টোকেন মূল্য রাখা হয় 50,000 টাকা। গাড়িটির এক্স-শোরুম মূল্য 34 লক্ষ টাকা। এদিন কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে, এক মাসের মধ্যে 1,500 জন ভারতীয়দের কাছ থেকে এই গাড়ির বুকিং এসেছে।
দেশের ইলেকট্রিক গাড়ির বাজারের জন্য অবশ্যই এটি একটি ভালো ইঙ্গিত। কিন্তু তার সাথে ভারতীয় কোম্পানিগুলির কাছেও যে একটি ভালো প্রতিযোগিতা তৈরি হচ্ছে সেই দৃশ্যও স্পষ্ট করে। কোম্পানি জানিয়েছে, এটির ডেলিভারি শুরু হবে দিল্লিতে অনুষ্ঠিত অটো এক্সপো-র পর, 2023 সালের জানুয়ারির শেষ থেকে।
এই BYD Atto 3 ইলেকট্রিক গাড়ির ফিচার্সও বেশ নজরকাড়া। সিঙ্গেল চার্জে 521 কিলোমিটার রেঞ্জ দাবি করে গাড়িটি। 200 hp পর্যন্ত শক্তি এবং 310 Nm পর্যন্ত পিক টর্ক জেনারেট করতে পারে। মাত্র 7.3 সেকেন্ডেই 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতি তুলতে পারে গাড়িটি। এতে রয়েছে তিনটি রাইডিং মোড – ইকো, নর্মাল এবং স্পোর্ট। রয়েছে ৬০.৪৯ kWh ব্যাটারি প্যাক।
আরও পড়ুন : Tata Nexon EV: ভারতে সর্বাধিক বৈদ্যুতিক গাড়ি বিক্রির নজির গড়তেই, মাহিন্দ্রা-কে খোঁচা টাটার
চার্জিংয়ের ক্ষেত্রে উপলব্ধ একটি 7 কিলোওয়াট ওয়াল চার্জার এবং একটি 3 কিলোওয়াট পোর্টেবল চার্জিং বক্স। অন্যান্য ফিচার্স এর মধ্যে উল্লেখযোগ্য 12.8 ইঞ্চি রোটেবেল টাচস্ক্রিন ডিসপ্লে, প্যানোরামিক সানরুফ, স্বয়ংক্রিয় জলবায়ু নিয়ন্ত্রণ ইত্যাদি। উল্লেখ্য, সম্প্রতি ইউরো NCAP ক্র্যাশ টেস্টে ফাইভ স্টার অর্জন করেছে BYD Atto 3।
নিরাপত্তার গাড়িতে মজুত রয়েছে সাতটি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম (ESP), অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS), হিল ডিসেন্ট কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল, অটো হোল্ড এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম। ইমার্জেন্সি ব্রেকিং, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, ব্লাইন্ড স্পট ডিটেকশন, লেন ডিপার্চার ওয়ার্নিং, ফ্রন্ট এবং রিয়ার কলিশন ওয়ার্নিং, রিয়ার ক্রস ট্র্যাফিক অ্যালার্ট এবং ব্রেক, লেন কিপিং অ্যাসিস্ট, অ্যাডাপ্টিভ কন্ট্রোল, অ্যাডাপ্টিভ কন্ট্রোল ইত্যাদি।