।। প্রথম কলকাতা ।।
TET Exam 2022: রবিবার অর্থাৎ আগামীকাল রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। যার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে দেখে নিচ্ছেন পরীক্ষার্থীরা। অন্যদিকে কোন রকম গাফিলতি যাতে না থাকে সেই সম্পর্কে সজাগ দৃষ্টি রাখছে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে শুরু করে পুলিশ প্রশাসন। ২০১৭ সালের পর ২০২২ সালে আবার টেট পরীক্ষা হতে চলেছে। মাঝে প্রাথমিক নিয়োগ পদ্ধতি নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছিল। সে ক্ষেত্রে আগামীকালের টেট পরীক্ষাকে সুষ্ঠুভাবে পরিচালিত করা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শনিবার এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।
নিউজ ১৮ বাংলায় প্রকাশিত খবর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সেই বৈঠকেই নেতিবাচক কিছুর আশঙ্কা প্রকাশ করেন সভাপতি। তাঁর কথায়, ‘পর্ষদের কাছে সুনির্দিষ্ট খবর আছে কেউ কেউ পরীক্ষা প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করতে পারেন’। পরবর্তীতে যদিও তিনি জানান, এই বিষয়ে প্রশাসন যথেষ্ট সজাগ রয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীকে বিধি নিয়ম মেনে তবে পরীক্ষা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। আর বাইরে থেকে কেউ যদি বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তবে প্রশাসন তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেই জানিয়েছেন তিনি।
একই সঙ্গে এদিনের সাংবাদিক বৈঠকে টেটের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রসঙ্গে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কোনরকম সুযোগ নেই। কারণ আগামীকাল প্রায় ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষা দেবেন। কেন্দ্র রয়েছে ১,৪৬০ টি। প্রত্যেকটি কেন্দ্রে ফেস স্ক্যানারের মাধ্যমে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স নেওয়া হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে তাঁর নির্দিষ্ট নথি পত্র নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। কাজেই সকল বিধি একেবারে কড়া ভাবেই পালন করা হবে। তা সাফ জানিয়ে দিলেন তিনি।
এছাড়াও রাজ্যজুড়ে এই পরীক্ষা সঠিক ভাবে পরিচালনা করার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। একই রকম ভাবে পর্ষদের তরফ থেকেও কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সরাসরি নজরদারি করতে পারবে পর্ষদ। হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে ৬২৯২২৭৮৪৩৮ । এছাড়াও এই দিন বৈঠকে পর্ষদ সভাপতি জানান, কোয়েশ্চেন বুকলেটটি পরীক্ষার্থীরা নিজেদের সঙ্গে নিয়ে যেতে পারবেন বাড়িতে।এছাড়াও ওএমআর শিট থাকবে দু কপি। একটি যেটি অরিজিনাল সেটি বোর্ড জমা নিয়ে নেবে। আর অপর একটি কপি ক্যান্ডিডেট নিজে সঙ্গে করে নিয়ে যেতে পারবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম