।। প্রথম কলকাতা ।।
TET Exam : আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই রবিবার বেলা বারোটা থেকে ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়ে যাবে। এই পরীক্ষায় অংশ নিতে চলেছেন প্রায় ৬ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। তাঁরা যাতে পরীক্ষা কেন্দ্রে সুস্থভাবে পৌঁছে যেতে পারেন তার জন্য পরিবহন দফতরের তরফ থেকে অতিরিক্ত সরকারি এবং বেসরকারি বাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পূর্ব রেলের তরফ থেকেও প্রায় ১৬ জোড়া বাড়তি ট্রেন চালানো হবে শিয়ালদা থেকে একাধিক রুটের উদ্দেশ্যে। এছাড়াও ৭ মিনিট অন্তর অন্তর মিলবে মেট্রো পরিষেবা। টেট পরীক্ষা উপলক্ষে এবার বিশেষ ব্যবস্থা নিল দক্ষিণ ২৪ পরগনা জেলা এবং পুলিশ প্রশাসন।
দক্ষিণ ২৪ পরগনা জেলায় সর্বমোট ৯২ টি পরীক্ষা কেন্দ্রের আয়োজন করা হয়েছে। আর সেখানে পরীক্ষা দিতে আসবেন প্রায় ৪২ হাজার ১১২ জন পরীক্ষার্থী। যাতে সমস্ত প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে মিটে যায় তার জন্য জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন দফায় দফায় বৈঠক করেছেন ইতিমধ্যেই। তবে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলা নয় প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্র পাওয়া খবর অনুযায়ী, রাজ্যের প্রত্যেকটি জেলাতেই পুলিশের তরফ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। কোন পরীক্ষার্থী কোনরকম অসুবিধার সম্মুখীন হলেই পুলিশ বুথে গিয়ে সহায়তার আবেদন করতে পারেন।
এছাড়াও চালু করা হবে হেল্পলাইন নম্বর। তার মাধ্যমে উপযুক্ত পরামর্শ নিতে পারেন অসুবিধায় পরা পরীক্ষার্থীরা। সূত্রের খবর অনুযায়ী, বারুইপুর পুলিশ জেলায় থানা ভিত্তিক একাধিক দল সাজানো হয়েছে পরিকল্পনা অনুযায়ী সোনারপুর, নরেন্দ্রপুর সহ একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়ন করা হবে। বুথ গুলিতে থাকবে বহু পুলিশকর্মী। তাঁরা টহল দেবে আশেপাশের একাধিক এলাকায়। যাতে প্রশ্ন ফাঁস করার মত সমস্যা ঠেকানো যায় তার জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে পুলিশ প্রশাসন। পরীক্ষা কেন্দ্রেও নিশ্চিদ্র পুলিশি পাহারা দেখতে পাওয়া যাবে। তৈরি থাকবে ক্যুইক রেসপন্স টিম। অর্থাৎ এক কথায় বলতে গেলে চলতি বছরের টেট পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোমর বেঁধে মাঠে নেমেছে জেলা থেকে শুরু করে পুলিশ প্রশাসন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম