।। প্রথম কলকাতা ।।
Spectacle Marks : অনেকে শখের বসে স্টাইলের জন্য চশমা পরে থাকেন। আবার অনেকের কাছে চশমাই হল ভালোভাবে দেখতে পাবার একমাত্র মাধ্যম। উদ্দেশ্য যাই হোক না কেন এমন অনেক মানুষই রয়েছেন যাদের প্রতিনিয়ত চশমা পরতে হয়। কোনভাবেই চশমা ছাড়া তাদের একটি দিনও চলে না। একদিকে যেমন চশমার মাধ্যমে তাঁরা কিছু সুবিধা পেয়ে থাকেন অন্যদিকে চশমার জন্য কিছু অসুবিধার সম্মুখীন হতে হয় তাদেরকে। দিনের পর দিন একইভাবে চশমা পরতে থাকলে নাকের দুপাশে কালচে দাগ সৃষ্টি হয়।
চশমার চাপে চাপে ওই দাগ হয়। এই দাগটি চিরস্থায়ী হতে পারে। কিন্তু চিরস্থায়ী হওয়ার আগেই সমস্যার সমাধান করুন গোড়া থেকে। নাকের দু পাশে চশমার ওই দাগ তোলার জন্য দামি কিছু বাইরের জিনিসপত্র কিনে আনার প্রয়োজন নেই। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই নাকের দাগ তুলে নিতে পারবেন আপনি। কিন্তু সেই উপকরণ কী কী জানতে হলে বিস্তারিত পড়ুন প্রতিবেদনটি।
১. আলুর রস : প্রাকৃতিক ব্লিচ হিসেবে যেসব উপাদানের নাম উঠে আসে তার মধ্যে আলু হচ্ছে অন্যতম। আপনার নাকের দুপাশে চশমার দাগ সৃষ্টি হয়েছে আর সেই দাগ তুলে ফেলার জন্য ম্যাজিকের মতো কাজ করবে আলুর রস। একটা আলু কুচি কুচি করে কেটে সেটাকে স্ম্যাশ করে নিন। তারপর আলু গুলিকে চিপে রস বের করে নিন। তুলো অথবা আঙুল দিয়ে সেই রস নাকে দু’পাশে লাগান প্রায় মিনিট দশেক মত রাখুন। আর তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। একবার করলে নয় এই কাজটি আপনাকে লাগাতার প্রতিদিন করে যেতে হবে। তবে তফাৎ বুঝতে পারবেন।
২. শসার রস : এক টুকরো শসা নিন। আর সেটিকে থেঁতো করে রস বের করে নিন। এরপর সেই রস যেখানে নাকে দাগ সৃষ্টি হয়েছে সেখানে ভালো করে লাগিয়ে নিন। অথবা শসার টুকরো কেটে নিয়ে নাকের ওই দাগে বেশ কিছুক্ষণ ঘষতে পারেন। এইরকম নিয়মিত করতে থাকলে ধীরে ধীরে হালকা হয়ে যাবে নাকের উপর তৈরি হওয়া চশমার দাগ।
৩. লেবু ও মধু : এক চামচ লেবুর রস নিন। তাতে মিশিয়ে দিন এক চামচ মধু। এরপর সেই মিশ্রণটিকে ভালোভাবে গুলে নাকের উপর যেখানে চশমার দাগ তৈরি হয়েছে সেখানে লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে দিন আর তারপর ধুয়ে নিন সাধারণ জলে । এটাও যদি নিয়মিত করা যায় তবে দেখা যাবে আস্তে আস্তে সেই দাগটি হালকা হয়ে আছে।
৪. অ্যালোভেরা জেল : অ্যালোভেরা জেল ত্বক এবং চুলের জন্য অত্যন্ত উপকারী। যেকোনো ধরনের দাগ ছোপ কমাতে এই জেল খুব কাজে লাগে। তবে বাজার চলতি জেলের বদলে অ্যালোভেরা পাতা থেকে সরাসরি জেল বের করে নিন। আর তারপর সেটি নাকের উপরে যেখানে চশমার দাগ তৈরি হয়েছে সেখানে লাগিয়ে নিন নিয়মিত এইভাবে যদি অ্যালোভেরা জেল লাগাতে পারেন তবে খুব সহজেই দাগ নিশ্চিহ্ন হয়ে যাবে এবং ভালো থাকবে আপনার ত্বক।
৫. কমলালেবুর খোসা : শীতকাল পড়লেই বাজারে ঢালাও কমলালেবু বিক্রি হবে। সেই কমলালেবুর খোসা ফেলে না দিয়ে কড়া রোদে শুকিয়ে নিন। আর তারপর ভালো করে গ্রাইন্ড করে নিন। কমলালেবুর খোসার এই গুঁড়ো আপনি সারা বছর চাইলে সংগ্রহ করে রাখতে পারবেন। এক চামচ বা আধা চামচ মত কমলালেবুর খোসার গুঁড়ো নিন আর তার সঙ্গে কিছুটা দুধ মিশিয়ে দিন। এই মিশ্রণটি নাকের দু’পাশে দাগের ওপরে লাগিয়ে রাখুন কুড়ি মিনিট মতো। মিশ্রণটি কিছুক্ষণ শুকাতে দিন । আর তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
এই ঘরোয়া টোটকা গুলি ব্যবহার করলে অবশ্যই ফল মিলবে। কিন্তু এইগুলি যেহেতু একেবারেই ঘরোয়া উপকরণ তাই রেজাল্ট স্পষ্ট হতে কিছুদিন সময় লাগবে। রাতারাতি এই উপকরণে কাজ না হওয়ায় স্বাভাবিক।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম