।। প্রথম কলকাতা ।।
Threat to Head Teacher: সরকারি স্কুলের ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার আগেই নিয়ম ভেঙে ভর্তির দাবি। সেই প্রস্তাব নাকচ করায় প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি। এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী বর্ধমান শহরের একটি নামী স্কুল। এমনকি প্রধান শিক্ষকের বাড়িতে হানা দিয়ে তাঁর পরিবারের সদস্যদেরকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠে এসেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন স্কুলের প্রধান শিক্ষক।
নিউজ ১৮ বাংলায় প্রকাশিত খবর অনুযায়ী, বর্ধমান শহরের মিউনিসিপ্যাল হাই স্কুলে এই ঘটনাটি ঘটে। শহরের প্রথম সারির সরকারি স্কুল গুলির মধ্যে বয়েজ স্কুল হিসেবে এই স্কুলটি যথেষ্ট পরিচিত। সেই স্কুলেই প্রাথমিক বিভাগে এক ছাত্রকে নিয়ম ভেঙে ভর্তি নেওয়ার প্রস্তাব দেন এক ব্যক্তি । প্রধান শিক্ষককে তিনি একথা জানালেন তাকে স্কুলের তরফ থেকে জানানো হয় যে, এখনও পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। সেই প্রক্রিয়া যখন শুরু হবে তখন সেখানে অংশ নেওয়ার জন্য পরামর্শও দেওয়া হয় ওই ব্যক্তিকে।
তবে এই পরামর্শ মানতে নারাজ তিনি। বরং বর্ধমান বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ পালকে প্রাণনাশের হুমকি দেন ওই ব্যক্তি। বিশ্বজিৎ বাবুর অবর্তমানে তাঁর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী মৌসুমী পালকেও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। যার জেরে আতঙ্কের মধ্যে রয়েছে গোটা পরিবার। এই ঘটনার ফলে অসুস্থ হয়ে পড়েন বিশ্বজিৎ বাবু । যদিও বর্ধমান থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর মোবাইল নম্বর ব্যবহার করে অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম