।। প্রথম কলকাতা ।।
Gujarat-Himachal Pradesh Election 2022 Result: সপ্তমবার গুজরাটে পদ্ম সরকার। ১৯৯৫ থেকে মোদীগড়ে টানা ক্ষমতায় রয়েছে বিজেপি। ১৮২ আসনের গুজরাট বিধানসভায় অব্যাহত মোদী ম্যাজিক। ম্যাজিক সংখ্যা ছুঁয়েছে গেরুয়া শিবির। ভূপেন্দ্র প্যাটেল ১ লাখ ৯২ হাজার ভোটে জয়ী হয়েছেন। আগামী ১২ ডিসেম্বর গুজরাটের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোদী-শাহ। এদিকে হিমাচলে গত ৩৭ বছরে ৫ বছর অন্তর শাসক দল পাল্টে গিয়েছে। এবারের নির্বাচনের ফলাফলের দিকে নজর ছিল সকলের। বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চললেও সরকার গড়ছে কংগ্রেস। ‘হিন্দুস্তান টাইমস’ সংবাদমাধ্যম সূত্রে, ৬৮ আসনের বিধানসভায় ৪০টি হাত শিবিরের ঝুলিতে।
‘হিন্দুস্তান টাইমস’ সংবাদমাধ্যম সূত্রে শেষ পাওয়া খবর অনুযায়ী, মোদীগড়ে ১৫৬টি আসন বিজেপির ঝুলিতে গিয়েছে। ১৭টি গিয়েছে কংগ্রেসের অধীনে, ৫টি পেয়েছে আপ আর অন্যান্য ৪টি। ১৯৮৫-তে গুজরাটে মাধবসিংহ সোলাঙ্কির নেতৃত্বে হাত শিবির ১৪৯টি আসন জিতেছিল। এবার বিজেপি সেই রেকর্ড ভেঙেছে। ১৫০-এর গণ্ডি পার করে দিয়েছে গেরুয়া শিবির। এই মর্মে সমগ্র গুজরাটবাসীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী। ট্যুইটারে নমো লিখেছেন, ‘ধন্যবাদ গুজরাট। অভূতপূর্ব নির্বাচনী ফল দেখে আমি আপ্লুত। জনগণ উন্নয়নের রাজনীতিকে আশীর্বাদ করেছে। আমি গুজরাটের জনশক্তিকে প্রণাম করি’।
Thank you Gujarat. I am overcome with a lot of emotions seeing the phenomenal election results. People blessed politics of development and at the same time expressed a desire that they want this momentum to continue at a greater pace. I bow to Gujarat’s Jan Shakti.
— Narendra Modi (@narendramodi) December 8, 2022
অন্যদিকে হিমাচলের মানুষ ভরসা রেখেছে হাত শিবিরে। এদিন দলের জয়ের পর রাহুল গান্ধী বলেছেন, ‘এই জয়ের জন্য হিমাচল প্রদেশের মানুষকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। সমস্ত কংগ্রেস কর্মী এবং নেতাদেরকে আন্তরিক অভিনন্দন। আপনারা যে পরিশ্রম করেছেন, তা প্রশংসার যোগ্য। সেইসঙ্গে বলতে চাই, যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা সমস্ত পূরণ করা হবে’। রিপোর্ট অনুযায়ী, হিমাচলে বিজেপির ঝুলিতে গিয়েছে ২৫ টি আসন, অন্যান্যরা পেয়েছে ৩টি আর বাকি কংগ্রেসের। তবে হিমাচলে খাতা খোলেনি আপ। এই দুই রাজ্যের নির্বাচনে আম আদমি পার্টির ফলাফলের দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। কিন্তু আপের প্রচার কোনওভাবেই কাজে আসেনি। এদিন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘আমজনতা, আমাদের কর্মী এবং নেতাদের ধন্যবাদ জানাতে চাই। তাঁদের জন্যই এই জয় সম্ভবপর হয়েছে’।
তবে হিমাচলে মুখ্যমন্ত্রী কে হবেন? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বাঘেল জানিয়েছেন, সিদ্ধান্ত নেবে হাইকম্যান্ড। প্রিয়াঙ্কা গান্ধীর ১০ পয়েন্ট ইস্তেহার ফলপ্রসু হয়েছে ওখানে। এদিকে রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। এখন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী কে হবেন? তাই নিয়ে শোরগোল শুরু হয়েছে দলের অন্দরে। এদিকে ফের ইতিহাস গড়ে গুজরাটে গেরুয়া শিবির।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম