।। প্রথম কলকাতা ।।
Hawa: ওপার বাংলার সিনেমা ঝড় তুলেছে এপার বাংলায়। সম্প্রতি কলকাতার ‘হাওয়া’য় মিশেছে ওপার বাংলার গন্ধ। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় আক্ষেপ করছিলেন, ‘ফেস্টিভ্যালে এত ভিড় হল, হলে মুক্তি পেলে ছবি কত ব্যবসা করত বলুন তো! এতে ছবিটারই ক্ষতি হলো’। তবে এবার আর আক্ষেপ করার প্রয়োজন নেই। কলকাতায় নাকি মুক্তি পেতে চলেছে চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’! ‘আনন্দবাজার অনলাইন’ সূত্রে, যেই ছবি দেখার জন্য ঘন্টার পর ঘন্টা নন্দনের বাইরে অপেক্ষা করেছেন দর্শকরা, সেই ছবি আগামী ১৬ ডিসেম্বর রাজ্যে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সদ্য কলকাতায় আয়োজিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’ ঝড় তুলেছে। এই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা হাই লেভেলের দেখা গিয়েছে। নন্দনের বাইরে ছবি দেখার জন্য লাইন দিয়ে অপেক্ষা করেছেন অগণিত দর্শক। ভিড় সামলাতে নাজেহাল অবস্থা হয়েছে কর্তব্যরত পুলিশ কর্মীদের। এবার রিপোর্ট অনুযায়ী, সেই ছবি আগামী ১৬ তারিখ রাজ্যে মুক্তি পাওয়ার কথা। বুধবার রিলায়্যান্স সংস্থার পক্ষ থেকে জে কে রায় ‘আনন্দবাজার অনলাইন’কে জানিয়েছেন, ‘হ্যাঁ ছবিটা এখানে মুক্তি পাচ্ছে। বিগত অনেকদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু সার্টিফিকেট পাওয়ার অপেক্ষা’। এখন প্রশ্ন, কোন কোন পেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাবে? সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহের শুরুর দিকে সমস্ত বিষয় পরিষ্কারভাবে জানা যাবে।
একদিকে আগামী ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর তার একদিন বাদেই মুক্তি পেতে চলেছে ‘হাওয়া’। মূলত সেই সময় ছবি দেখার একটা আলাদাই আগ্রহ থাকে মানুষের মধ্যে। মনে করা হচ্ছে, সেই বিষয়টি মাথায় রেখেই ছবি মুক্তির জন্য ওই তারিখকে বেছে নিয়েছে প্রযোজক। জানা গিয়েছে, আগামী বছর ওপার বাংলার সরকার ছবিটিকে অস্কারে পাঠাচ্ছে। অনেকের মতে, চলচ্চিত্র উৎসবে বিনামূল্যে ছবি দেখার সুযোগ ছিল বলেই, এত হিড়িক উঠেছিল। তাই এবার পেক্ষগৃহে মুক্তি পাওয়ার পর ছবি দেখতে কতজন দর্শক আসে, তার দিকে নজর রয়েছে সকলের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম