।। প্রথম কলকাতা।।
•বিরাগ-বিদ্বেষ নিয়ে বিচার করতে গেলে কেবল এক পক্ষই ঠকে না, অন্য পক্ষও ঠকে।
•যে লোক দাবি করতে ভয় পায়, পরের দাবি মেটাতেই তার জীবন কাটে।
•বড় দুঃখ ছাড়া কোনদিন বড় জিনিস লাভ করা যায় না।
•যারা অধর্মকে ভয় করে না, লজ্জা ভয় যাদের নেই, প্রাণের ভয়টা যদি তাদের তেমন বেশি থাকে, তাহলে সংসার ছারখার হয়ে যায়।
•কোন প্রেমই কোনদিন ঘৃণার বস্তু হতে পারে না।