।। প্রথম কলকাতা।।
Johnny Lever: পর্দায় তাঁকে দেখা মাত্রই হেসে লুটোপুটি খায় দর্শক। কিন্তু একটা সময় তাঁকে খাবার জোগাড় করার জন্য লোকের বাড়ি বাড়ি ঘুরে কলম বিক্রি করতে হয়েছে। বলিউডের অত্যন্ত জনপ্রিয় কৌতুক অভিনেতা জনি লিভার। আজ যেখানে পৌঁছেছেন, তার জন্য লড়াই কম করতে হয়নি তাঁকে।
অভিনয় জগতে নিঃসন্দেহে এক অন্যতম নাম জনি লিভার। তাঁর প্রকৃত নাম জন রাও প্রকাশ রাও জানুমালা। তাহলে তিনি জনি লিভার হলেন কীভাবে? কারণ বলিউডে তাঁর পরিচিতি এই নামেই। ৯০-এর দশকে প্রায় প্রত্যেকটি সিনেমায় কমবেশি তাঁকে দেখা গিয়েছে। তাঁর কমেডি পর্দার সামনে দর্শকদের হাসতে বাধ্য করেছে। শাহরুখ খান থেকে শুরু করে সলমন খান, অক্ষয় কুমার, গোবিন্দা সহ ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এই অভিনেতা। তবে ইন্ডাস্ট্রিতে নাম করার আগে পেটের দায়ে বিক্রি করেছেন কলম, থাকতেন ধারাভি বস্তিতে। বাবা হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানির অপারেটর ছিলেন। অভাবের সংসারে সপ্তম শ্রেণীতে পড়ার সময় স্কুল ছেড়ে দিতে বাধ্য হন অভিনেতা। সংসারের হাল ধরতেই নেমে পড়েন রাস্তায়।
তারপর তিনি একটু বড় হতেই তাঁর বাবা তাঁকে হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানিতেই একটি চাকরির ব্যবস্থা করে দেন। আর সেই চাকরি করার সঙ্গে সঙ্গে সহকর্মীদের বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের মিমিক্রি করে দেখাতেন জনি। কোম্পানির সিনিয়রদের সামনে একটি অনুষ্ঠানে মিমিক্রি করেন এই অভিনেতা। তাঁর অভিনয় দেখে সিনিয়ররা এতটাই খুশি হয়েছিলেন যে, তাঁকে নাম দেন জনি লিভার। এক কথায় খুব ভালো মত নকল করতে পারতেন এই অভিনেতা। কৌতুক অভিনয়ে পারদর্শী ছিলেন তিনি। অভিনয় জীবনে ৩৫০টিরও বেশি ছবিতে নিজের প্রতিভা দেখিয়েছেন। আজও কৌতুক অভিনেতাদের তালিকায় তাঁর নাম শীর্ষে পাওয়া যায়। তবে এত জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও তাঁর স্বভাবে কখনও দম্ভ প্রকাশ পায়নি। সকলের মন ভালো করার জন্য তাঁর নামই যথেষ্ট। পর্দায় তাঁকে দেখলে হাসি আটকে রাখা যায় না কখনোই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম