।। প্রথম কলকাতা ।।
Rail Roko: পৃথক রাজ্যের দাবি তুলে ময়নাগুড়িতে মঙ্গলবার সকাল থেকেই রেল রোকো কর্মসূচির ডাক দিয়েছে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম। তাদের ১২ ঘণ্টার এই রেল অবরোধ কর্মসূচি সাধারণ যাত্রীদের বেশ খানিকটা অসুবিধার মুখে ফেলেছে। এই আন্দোলনের ফলে ময়নাগুড়িতে আটকে পড়ে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এছাড়াও ওই রুটে আরও একাধিক ট্রেন যাতায়াত করে। কাজেই সমস্যা সৃষ্টি হবে সে ক্ষেত্রেও। ঘটনার স্থলে এসে উপস্থিত হয় পুলিশ বাহিনী এবং আরপিএফ। শুধু ময়নাগুড়ি স্টেশন নয় গোটা উত্তরবঙ্গ জুড়ে আজ চলছে রেল রোকো আন্দোলন।
সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার সকাল ছ’টা থেকে এই আন্দোলন শুরু হয়। তা চলবে সন্ধ্যা ছ’টা পর্যন্ত। কামতাপুর পিপলস পার্টি জলপাইগুড়ি জেলা কমিটির তরফ থেকে জানানো হয়, কামতাপুর আলাদা রাজ্যের জন্য বহুদিন ধরেই তাঁরা আবেদন জানিয়ে এসেছেন। নবান্ন থেকে শুরু করে স্বরাষ্ট্র দফতর সব জায়গাতেই ঘুরেছেন তাঁরা। তবে এবার তাদের দাবি পূরণ করার জন্য বড়সড় আন্দোলনের পথ বেছে নিয়েছেন। অন্যদিকে যাত্রীদের একাংশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।
সেই প্রসঙ্গে কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রেসিডেন্ট অবনীশ রায় জানান, তাঁরা দীর্ঘদিনের বঞ্চনার শিকার। বহু বছর ধরে এই দাবিকে সামনে রেখেছেন তাঁরা। তাই আজকের আন্দোলন যে কোন মতে সফল করতে দৃঢ়প্রতিজ্ঞ আন্দোলনকারীরা। সে ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন যে যাত্রীদের হতে হবে তা স্বীকার করেছেন তিনি। জানা যায়, সকাল থেকে আন্দোলন বেশ শান্তিপূর্ণভাবেই চলছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতির জটিলতা বৃদ্ধি পেতে থাকে। ময়নাগুড়ি স্টেশনের সাত সকালে আটকে পড়ে একাধিক ট্রেন। তার মধ্যে প্যাসেঞ্জার ট্রেন সহ রয়েছে এক্সপ্রেস ট্রেনও। অর্থাৎ আজ সারাদিন উত্তরবঙ্গ জুড়ে এই রেল রোকো কর্মসূচির ফলে যাত্রীদের যে দুর্ভোগ পোহাতে হবে তা এক প্রকার নিশ্চিত।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম