।। প্রথম কলকাতা ।।
Sariful Razz: ‘আইসক্রিম’ ছবি দিয়ে অভিনয় জগতে পা রেখেছেন ওপার বাংলার জনপ্রিয় তারকা শরীফুল রাজ। পর্দায় তাঁর অভিনয় সকলের নজর কেড়েছে। ‘ন’ডড়াই’ সিনেমাতেও দেখা গিয়েছে অভিনেতাকে। তবে ইদানিংকালে তাঁর নাম সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছে ‘পরাণ’, ‘হাওয়া’ ও ‘দামাল’ সিনেমায় তাঁর অভিনয়ের জন্য।
উল্লেখিত তিন সিনেমাই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। সেইসঙ্গে সকলের নজর গিয়েছে শরীফুল রাজের অভিনয়ের দিকেও। আর যার জেরে নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন অভিনেতা। ‘সময়’ টিভি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নতুন সিনেমার জন্য ৩০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক দাবি করেছেন এই অভিনেতা। কিন্তু কেন? তিনটে ছবিতে সাফল্য পেতেই কি এত টাকা পারিশ্রমিক বাড়ালেন? কারণ তিনি যত টাকা দাবি করছেন, তা ঢাকা ইন্ডাস্ট্রিতে উচ্চ পারিশ্রমিক।
রিপোর্ট অনুযায়ী, চট্টগ্রামের একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ। আর সেখানেই এই অভিনেতা জানান, তিনি যে পারিশ্রমিক চাইছেন তা মোটেই অতিরিক্ত নয়। তাঁর প্রশ্ন, একজন শিল্পী কতদিন পর কত টাকা পারিশ্রমিক নেবে, এটা কে ঠিক করে দেবেন? রাজের বক্তব্য, ‘আমার কথা যদি বলি আমি কিন্তু এক মাসের মধ্যে একটি সিনেমা করি না। সেই হিসেবে আমি পারিশ্রমিক চাইছি। আমার জীবনযাপনের খরচ তো মেটাতে হবে’। তবে তাঁর এই দাবির কারণে, নতুন অনেক সিনেমা তাঁর হাত থেকে চলে যেতে পারে বলে মনে করছেন অনেকেই। কিন্তু অভিনেতার তাতে কোনও দুশ্চিন্তা নেই। তাঁর কথায়, তিনি এই নিয়ে ভাবতে একদমই রাজি নন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম