।। প্রথম কলকাতা ।।
২০১০ সালে বিশ্বকাপে কোন দল জিতবে, কোন দল হারবে নির্ভুল সব গণনা করে তাক লাগিয়ে দিয়েছিল একটি অক্টোপাস। মনে আছে সেই অক্টোপাস পল কিংবা নেলি নামের হাতিটিকে। বিশ্বকাপের আসরে কোন দল জিতবে তা আগাম জানিয়ে বিশ্বফুটবলকে তাক লাগিয়ে দিয়েছিল শিবা নামে একটি গিনিপিগ। আবারও শুরু হয়েছে বিশ্বকাপ। এবার নেই পল, নেলি ও শিবার জায়গা নিলেন ‘অ্যাথোস সালোমি’। না সালোমি কোন প্রাণী নয়, একজন রক্ত মাংসের মানুষ। ব্রাজিলের একজন নামকরা জ্যোতিষী সালোমি। আধুনিক নস্ট্রাদামুস নামেই তিনি বেশি পরিচিত।
ইতিমধ্যেই ৩৬ বছরের এই ভবিষ্যৎবক্তা বেশকিছু নির্ভুল গণনা করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। তাঁর নির্ভুল গণনার মধ্যে রয়েছে করোনা মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কিংবা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু। মিলে গিয়েছে সালোমির নির্ভুল ভবিষ্যৎবাণী। ফুটবল বিশ্বকাপের আবহে আবারও একবার শিরোনামে এসেছেন এই ব্রাজিলিয়ান জ্যোতিষী। কাতার বিশ্বকাপে কোন দুটি দল উঠবে এবং কোন দল চ্যাম্পিয়ন হবে জানিয়ে দিয়েছেন সালোমি। তাঁর ভবিষ্যৎবাণী অনুযায়ী আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড এবং বেলজিয়াম। তবে এর মধ্যে থেকে বাদ দিয়েছেন তাঁর নিজের দেশ ব্রাজিল সহ ইংল্যান্ড ও বেলজিয়ামকে।
সালোমির গণনা অনুযায়ী অ্যাথোস সালোমি জানিয়েছেন ১৮ ডিসেম্বর কাতারের লুসেইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। তবে ২০১৪ সালের মতো ফাইনালে স্বপ্নভঙ্গ হবে মেসিদের। শেষ বিশ্বকাপে দেশকে বিশ্বকাপ এনে দিতে পারবেন না আর্জেন্টিনার প্রাণভোমরা। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে চলেছে ফ্রান্স। তবে সালোমির দেশ সেমিফাইনালে পৌঁছালেও বিশ্বজয়ের আশা নেই।
কেরিয়ারের শেষ বিশ্বকাপে দেশকে সোনালি ট্রফি উপহার দিতে পারবেন না আর্জেন্টাইন মহাতারকা। আরও একবার কাপ যাবে আইফেল টাওয়ারের দেশে। সালোমির বেশ কিছু গণনা তাক লাগিয়ে দিয়েছে বিশ্ববাসীকে। আগামী ১৮ ডিসেম্বর লুসেইল স্টেডিয়ামে ২০২২ ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলবে কোন দুটি দল? তা আগাম জানিয়ে দিয়েছেন অ্যাথোস সালোমি। আপনার কি মনে হয়? কোন দুটি দল উঠবে ফাইনালে। জানান আমাদের কমেন্ট বক্সে ।