।। প্রথম কলকাতা ।।
Vastu Sleeping Direction: প্রত্যেক মানুষের সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুমের দরকার। এখানেই জড়িয়ে রয়েছে বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্র বলছে, আপনি কোন দিকে মাথা রেখে ঘুমাচ্ছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বিছানার ভুল দিকে মাথা রেখে ঘুমান তাহলে তার প্রভাব পড়তে পারে আপনার সাংসারিক কিংবা অর্থনৈতিক জীবনে। সারাদিন পরিশ্রমের পর ক্লান্তিতে মানুষ বিছানায় আরাম খুঁজে নেন। তখন ঠিক কোন দিকে মাথা রেখে ঘুমাচ্ছেন সেই বিষয়ে অনেকেরই খেয়াল থাকে না। বিষয়গুলি কোথাও যেন উপেক্ষিত হয়। বলা হয় পর্যাপ্ত ঘুমের গুরুত্ব যেমন বিজ্ঞানে রয়েছে, তেমন ধর্মেও রয়েছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, সঠিক দিকে মাথা রেখে ঘুমানো উচিত। এর ফলে আর্থিক সমস্যা কিংবা শারীরিক সমস্যা থেকে অনেকাংশে দূরে থাকা সম্ভব। আপনি যদি বাস্তুশাস্ত্রের এই নিয়ম গুলি না জেনে থাকেন তাহলে চট করে জেনে নিন।
• শরীর-স্বাস্থ্য ভালো রাখতে গেলে দক্ষিণ দিকে মাথা রাখা রেখে ঘুমানো উচিত। এই সঠিক উপায়ে নাকি অনেক রোগ থেকে দূরে থাকা যায়। মনে করা হয় দক্ষিণ দিকে যদি কেউ পা রেখে ঘুমান তাহলে মানসিক উত্তেজনা বৃদ্ধি পায় এবং সকাল সকাল মন খিটখিটে হয়ে যায়।
• বাস্তুশাস্ত্র অনুযায়ী, সব সময় দক্ষিণ কিংবা উত্তর দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো উচিত। আর ঘুমানোর সময় পা যেন থাকে উত্তর কিংবা পশ্চিম দিকে। আপনি চাইলে পূর্ব দিকে মাথা এবং পশ্চিম দিকে পা রেখেও ঘুমাতে পারেন। কথিত আছে যেহেতু সূর্য পূর্ব দিকে ওঠে, তাই এই দিকে পা রেখে ঘুমানো উচিত নয়। হিন্দু ধর্ম শাস্ত্রে, সূর্য হলেন জীবন দাতা।
• উত্তর মেরুর দিকে রয়েছে পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র, যদি শরীরের উত্তর মেরুও সেদিকে রাখা হয় তাহলে ঘুমের সমস্যা হতে পারে। ঘুমের মধ্যে মানুষ দুঃস্বপ্ন দেখে কিংবা আচমকা ঘুম ভেঙে যায়। রক্ত সঞ্চালনের প্রক্রিয়া ব্যবহৃত হয়। কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পায়।
• পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে মানুষের বুদ্ধি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। স্বাভাবিক ভাবেই তখন যে কোন কাজে ব্যক্তি মনসংযোগ ধরে রাখতে পারেন।
বাস্তুশাস্ত্রের এই নিয়মগুলি সঙ্গে কোন বৈজ্ঞানিক যুক্তি নেই। তবুও প্রচলিত ধ্যান-ধারণা এবং বিশ্বাস অনুযায়ী অনেকেই এই নিয়ম মেনে চলেন। এই নিয়ম মানা ব্যক্তির নিজস্ব ব্যাপার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম