।। প্রথম কলকাতা ।।
Tips for toilet bathroom: বাড়ি বানানো বা কেনার ক্ষেত্রে বাস্তুর খেয়াল রাখা খুবই আবশ্যক। বিশেষ করে শৌচালয় বা বাথরুমের জন্য। আসলে মানুষ পরিষ্কার-পরিচ্ছন্ন হতে বাথরুমে যায়। এমন পরিস্থিতিতে বাথরুম হতে পারেন নেতিবাচক শক্তির ভান্ডার। বাস্তু শাস্ত্রের বিশেষজ্ঞরা মনে করেন, বাথরুমে নেতিবাচক শক্তির কারণে আর্থিক সংকট দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে জেনে নিন বাথরুম সংক্রান্ত বিশেষ বাস্তু টিপস। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাথরুম এবং শৌচালয়ে নেতিবাচক প্রভাব বিস্তার করলে জীবনে নানান সমস্যা আর্থিক অনটন দেখা দেয়।
বাস্তু অনুযায়ী বাথরুমের নিয়ম,
রান্না ঘরের সামনে বা পাশে বাথরুম নির্মাণ করবেন না। নীল রঙের বালতি বা মগ রাখুন বাথরুমে।
অনেক বাড়িতে বাথরুমে দরজার সামনে আয়না থাকে। বাস্তু মতে এর ফলে নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। বাথরুমের উত্তর বা পূর্বের দেওয়ালে আয়না লাগাবেন। চতুর্ভুজাকৃতি বা আয়তাকৃতি আয়না লাগাবেন না।
বাড়ির উত্তর বা উত্তর-পশ্চিম কোণে বাথরুম থাকা উচিত দক্ষিণ দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিম দিকে বাথরুম তৈরি করবেন না।
ইলেকট্রনিক জিনিস যেমন গিজার,পাখা, সুইচবোর্ড দক্ষিণ পূর্বদিকে রাখতে হবে।
বাথরুমে সর্বদা হালকা রঙ ব্যবহার করবেন। বাথরুমে জানলা তৈরি করতে ভুলবেন না। এর ফলে নেতিবাচক শক্তি বাড়ি থেকে নির্গত হওয়ার পথ পাবে।
বাস্তু শাস্ত্রের সাধারণ নিয়ম অনুযায়ী বাথরুম বা স্নানঘর এবং শৌচালয় একসঙ্গে থাকা উচিত নয়। স্নান ঘরকে চন্দ্রের স্থান মনে করা হয়। আবার অন্যদিকে শৌচালায় রাহুকেতুর সঙ্গে জড়িত।
স্নানঘর বা বাথরুমে কোনো ছবি লাগানো যাবে না। সঠিক দিকে শুধুমাত্র একটি ছোট আয়নার রাখবেন।
অনেক বড় বাথরুমের এক কোণে সুন্দর গাছ রাখবেন। তবে মানি প্লান্ট রাখবেন না।
বাস্তু মতে বাথরুমে প্লাস্টিকের দরজা লাগাবেন না। খাবার ভাঙাচোরা বা লোহার দরজা লাগানো উচিত নয়।
বাথরুমে দেওয়ালের রং গাঢ় নীল হলুদ, বেগুনি বা লাল হওয়া উচিত। বাস্তুশাস্ত্র অনুযায়ী সাদা ক্রিম বা আকাশী নীল রঙের হওয়া উচিত বাথরুমে দেওয়াল।
বাথরুমে দরজা সব সময় বন্ধ রাখবেন তা না হলে নেতিবাচক শক্তি প্রবাহ বৃদ্ধি পাবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম