।। প্রথম কলকাতা।।
Nora Fatehi: ভারতীয় পতাকার অবমাননা করেছেন নোরা ফাতেহি! তাও আবার বিদেশের মাটিতে! কিন্তু কীভাবে? ইদানিংকালে বেশ কিছু কারণে বারবার সংবাদপত্রের শিরোনামে নাম উঠে আসছে নোরার। এবার ফিফা ফ্যান ফেস্ট ইভেন্টে ভারতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগ উঠেছে অভিনেত্রী তথা নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে।
ইভেন্টে বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম, সাকি সাকি সহ একাধিক গানে পারফর্ম করেছেন নোরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইভেন্টের একটি ভিডিও। যেখানে ভারতীয় পতাকা হাতে ধরে নজরে এসেছেন তিনি। যদিও সেই পতাকা ধরেছেন উল্টো। মঞ্চে উঠে অভিনেত্রী বলেছেন, ভারত ফিফা বিশ্বকাপের অংশ নয়। তবুও আমাদের সঙ্গীত এবং নাচের মাধ্যমে ফিফা বিশ্বকাপের অংশ হয়েছে। এর পরই তাঁকে ভারতীয় পতাকা হাতে দেখা গিয়েছে। দর্শকদের উদ্দেশ্যে তা ওড়াতে গিয়ে, উল্টো করে ধরেছিলেন তিনি। মূলত পতাকাটি হওয়ার কারণে উল্টে যায়। কিন্তু সেটা লক্ষ্য করেন নি নোরা। আর তার জেরেই সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। এই ঘটনার পর অভিনেত্রী ফ্যানসরাও অস্বস্তিতে পড়েছেন।
মরক্কো থেকে এসে ভারতে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। শিখেছেন হিন্দি ভাষাও। কিন্তু এবার বিদেশের মাটিতে ‘ভারতীয় পতাকার অপমান’ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাঁর ওপর রেগে আগুন ভারতীয়দের একাংশ। অনেকেই বলেছেন, বিদেশের মাটিতে ভারতের পতাকা নিয়ে মশকরা করেছেন অভিনেত্রী। কিন্তু অভিনেত্রীর হয়ে কথা বলেছেন তাঁর অনুরাগীরা। জানিয়েছেন, ভারতীয় পতাকার অসম্মান করার কোনও উদ্দেশ্য ছিল না নোরার। অভিনেত্রীর অজান্তেই সবটা হয়েছে, এতে তাঁকে দোষ দেওয়া যায় না। অন্যদিকে এখনও পর্যন্ত এই নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি নোরা।
নোরার নাচের জাদুতে বুঁদ থাকেন সবাই। বাইরে থেকে এসে নিজের দমে বলিউডে জায়গা করেছেন এই অভিনেত্রী। সিনেমায় তাঁকে আইটেম গানে নাচ করতে বেশি দেখা যায়। এছাড়া বেশ কিছু রিয়ালিটি শোতে বিচারকের ভূমিকায় নজরে এসেছেন তিনি। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘থ্যাঙ্ক গড’ ছবিতে। তাঁর হাতে রয়েছে আরও বেশ কিছু ছবি। আর এইসবের মাঝে ফের সমালোচনায় জড়িয়েছেন তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম