।। প্রথম কলকাতা ।।
G-20 Summit: আগামী বছরের সেপ্টেম্বরে ভারত আয়োজিত G-20 শীর্ষ সম্মেলনের জন্য পরামর্শ, আলোচনা এবং কৌশল চূড়ান্ত করতে সোমবার একটি সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে কেন্দ্র। সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী প্রায় ৪০টি দলের সভাপতিদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী এস জয়শংঙ্করেরও রাষ্ট্রপতি ভবনে বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারত আনুষ্ঠানিকভাবে ১ ডিসেম্বর থেকে G-20-র সভাপতিত্ব গ্রহণ করেছে। এই মর্মে নয়া দিল্লি চলতি মাস থেকেই হায়দরাবাদ সহ সারা দেশে ২০০টিরও বেশি বৈঠকের আয়োজন করবে বলে আশা করা হচ্ছে। আগামী বছরের ৯ এবং ১০ সেপ্টেম্বর রাষ্ট্র এবং সরকার প্রধানদের পর্যায়ে নয়া দিল্লিতে G-20 সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে G-20 সভা অনুষ্ঠিত হবে। ‘NDTV’তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামীকালের সর্বদলীয় বৈঠকের জন্য দিল্লি যাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যদিও মাননীয়া অবশ্য বলেছিলেন যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সেনের ক্ষমতায় এই বৈঠকে হাজির থাকবেন তিনি। সম্প্রতি ইন্দোনেশিয়ার রাজধানী বালিতে জি-২০ বৈঠকে সভাপতিত্বের দায়িত্বভার যায় ভারতের কাঁধে। প্রধানমন্ত্রী মোদী বিষয়টিকে প্রতিটি ভারতীয় নাগরিকদের জন্য গর্বের বলে উল্লেখ করেছিলেন। বিশ্বের উন্নত ও উন্নয়নশীল ২০টি দেশ মিলিয়ে একটি মঞ্চ জি-২০। যেখানে ভারত ছাড়াও আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, চিন, কানাডা, ইতালি, জাপান, উত্তর কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, তুরস্ক এবং ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম