আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই বসবে রূপকথার বিয়ের আসর। দু’দুটো ধামাকাদার প্রি ওয়েডিং-র পর এবার বিয়ের পালা। গোটা মুম্বাই জুড়ে এখন সাজো সাজো রব। ফুল আর আলোতে সেজে উঠেছে অ্যান্টিলিয়া।
জামনগরের অনুষ্ঠানে গেস্টদের আনার জন্য গোটা এয়ারপোর্টের খোলনলচেই বদলে দিয়েছিলেন মুকেশ আম্বানি। বিমান বন্দরের বাইরে লাক্সারি গাড়ির লাইন লাগিয়ে দিয়েছিলেন ধনকুবের। আর এবার তো তিন তিনটে ফ্যালকন-২০০০ জেট প্লেনই বুক করে ফেললেন। শোনা যাচ্ছে, বিদেশ থেকে আগত বরযাত্রীদের আনতেই ভাড়া করা হয়েছে এই বিমান গুলি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিদের উড়িয়ে নিয়ে আসবে এই চাটার্ড বিমান। বলা হচ্ছে এই বিমান গুলির এক ঘন্টার ভাড়া ৭ লক্ষ ২০ হাজার টাকা। তবে কেবল এই তিনটি চাটার্ড বিমানই নয়, এছাড়াও ১০০টি প্রাইভেট জেট আগামী তিনদিন ধরে অতিথিদের সেবায় নিয়োজিত থাকবে। এমনটাই জানিয়েছে এয়ার চার্টার কোম্পানি ক্লাব ওয়ান এয়ারের CEO রাজন মেহরা।
তবে শুধু বিদেশ নয়। দৈনিক ভাস্কর’-এর প্রতিবেদন অনুযায়ী, ছোট ছেলের বিয়েতে নাকি প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন মুকেশ। অর্থাৎ দেশের প্রতিটি গণ্যমান্য ব্যক্তিই হাজির থাকবেন এই বিয়েতে।
শোনা যাচ্ছে বিয়ের দিন খানিক্ষণের জন্য উপস্থিত হয়ে নবদম্পতিকে আশীর্বাদ করবেন মোদি। তারপরই বেরিয়ে যাবেন। অল্প সময়ের জন্যই বিয়েতে আসতে পারেন নমো।
বলে রাখি, এইদিন মুকেশ আম্বানির পুরো পরিবার থাকবে জেড প্লাস নিরাপত্তায়। মোতায়েন করা হবে ১০ এনএসজি কমান্ডো এবং পুলিশ অফিসার, ২০০ আন্তর্জাতিক নিরাপত্তারক্ষী, ৩০০ নিরাপত্তা সদস্য এবং ১০০টিরও বেশি ট্রাফিক এবং মুম্বই পুলিশকেও।
এদিকে বিয়ে উপলক্ষে গোটা বলিউড এখন আম্বানির বাড়িতে। মামেরু, সঙ্গীত, গায়ে হলুদ থেকে শুরু করে মেহেন্দি, প্রতিটি অনুষ্ঠানেই দেখা যাচ্ছে বলি তারকাদের উপস্থিতি। প্রতিটি অনুষ্ঠানেই নতুন নতুন চমক দিচ্ছেন নিউ ব্রাইড রাধিকা। শোনা যাচ্ছে অনন্ত রাধিকার বিয়ের পোশাকটি ডিজাইন করেছেন মণীশ মালহোত্রা। তবে মেহেন্দীর দিন কিন্তু রাধিকাকেও ছাপিয়ে গেলেন আকাশ পত্নী শ্লোকা। নামিদামি ডিজাইনার বাদ দিয়ে মেহেন্দির অনুষ্ঠানে তিনি সেজেছিলেন দিদার গয়নায়।
সোনালি রঙের উপর পানের নক্সা করা শাড়িতে জাস্ট অপূর্ব লাগছিলো শ্লোকাকে। শাড়িটি তিনি টিউনিং করেছিলেন বাদামি-সবুজের ডুয়েল টোন দেওয়া লম্বা হাতার ব্লাউজের সাথে। সঙ্গে নিয়েছিলেন সবুজ রঙের একটি ওড়না। সেই সাথে পরেছিলেন দিদার সোনার সাবেকি গয়না। শ্লোকার শাড়িটি এসেছে ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তার থেকে, যার দাম ৬০ হাজার টাকা।
শোনা যাচ্ছে ভিভিআইপি অতিথিদের রিটার্ন গিফট হিসেবে দেওয়া হতে পারে ঘড়ি। সেটাও প্রায় কয়েক কোটি টাকার। এছাড়াও আরও নানা উপহার সামগ্রী দেওয়া হবে বলে খবর।