।। প্রথম কলকাতা ।।
Bollywood-Indian Rail: বলিউড থেকেই কোটি কোটি টাকা কামাচ্ছে ভারতীয় রেল। ছবির শুটিং বাবদ রেল নিচ্ছে মোটা টাকা। জানেন, সিমরনকে ট্রেনে তুলতে কত ভাড়া লেগেছিল? আইকনিক গান ‘ছাইয়া ছাইয়া’র শুটিং কোন ট্রেনে হয়েছিল জানেন? নামটা শুনলে বিশ্বাসই করতে পারবেন না। হয়ত আপনিও চেপেছেন সেই ট্রেনে। প্ল্যাটফর্মে সিনেমার শ্যুটিংয়ে খরচ কিন্তু কম নয়।
ভারতীয়দের কাছে রেলওয়ে আর বলিউড দুটোই নস্টালজিয়া। আর এই দুই নস্টালজিয়া যদি একসাথে মিলে যায় তাহলে কেমন হয়? আচ্ছা আপনি কি জানেন, বলিউডের এমন বহু আইকনিক সিন আছে যাদের শুটিং হয়েছিল বাস্তবের রেল স্টেশনে। সত্যজিৎ রায়ের ‘নায়ক’ তো ট্রেন সফরেই শুরু। ‘সোনার কেল্লা’ থেকে ‘জয়বাবা ফেলুনাথ’ সবেতেই ট্রেনে চেপেছেন ফেলুদা। আর যে ছবির কথা না বললেই নয় তাই হল, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’। মনে পড়ে ক্লাইম্যাক্সের সেই দৃশ্য? যেখানে অমরিশ পুরী বলছেন, ‘‘যা সিমরন যা, জি লে আপনি জিন্দেগি।’’
কিন্তু এই যে ট্রেনের মধ্যে এত শুটিং হয়, সেটা কি এমনি এমনি? নাকি তার জন্য মোটা টাকা গুনতে হয় বলিউডকে? অবশ্যই গুনতে হয়। এটার জন্য কিন্তু মোটা টাকা নিয়ে থাকে ভারতীয় রেল। রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে বলিউড থেকে কেবল ওয়েস্টার্ন রেলওয়ের ইনকাম ছিল প্রায় ১ কোটি ৬৪ লক্ষ টাকা। শুনে চমকে গেলেন? তাহলে বলি এটা তো কেবল ওয়েস্টার্ন রেলওয়ের কথা। গোটা ভারতীয় রেলওয়ের আয়টা কত হয় ভাবুন তাহলে।
জানা যায়, শেষবার রেলের তরফে শুটিং বাবদ ভাড়া ঠিক হয়েছিল ২০১৫ সালে। তখনই ঠিক হয়, দৈনিক সর্বনিম্ন ৪.৪৭ লক্ষ টাকায় ট্রেন ভাড়া নেওয়া যাবে। এই টাকায় যে ‘ফিল্ম স্পেশাল ট্রেন’ পাওয়া যায় তাতে থাকে চারটে সাধারণ বগি আর একটি এসএলআর। এবং একদিনের জন্য সর্বাধিক ২০০ কিলোমিটারই ট্রেন চালানোর পারমিশন দেয় রেল। তবে প্যান্ট্রি কার ভাড়া নিতে চাইলে তার ভাড়া আলাদা। এছাড়াও প্রতিটি বগির নিরাপত্তা বাবদ অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে রেল। এছাড়াও যোগ হয় সার্ভিস চার্জ। তাছাড়া প্লাটফর্মে শুটিং করতে চাইলে সেটার জন্যেও অতিরিক্ত খরচ গুনতে হয় প্রযোজককে।
আবার জেনে অবাক হবেন যে, বিভিন্ন শহরের ভাড়া বিভিন্ন হয়। কোথাও এক লাখ, কোথাও পঞ্চাশ হাজার। বিভিন্ন শহর অনুযায়ী ভাড়া বদলাতে থাকে। এই যেমন দেখুন না, ছাইয়া ছাইয়া গানে নাচের শ্যুটিংয়ে যে খরচ হয়েছিল, তার চেয়েও বেশি খরচ হয়েছিল ‘বরফি’ শুটিংয়ে। কারণ পাহাড়ি এলাকার খরচ আবার বেশি।
এ তো গেল ভাড়ার কথা, কোন স্টেশনে কোন ছবির শুটিং হয়েছিল সেটা জানতে ইচ্ছে করছেনা? তাহলে সবার আগে বলি ডিডিএলজের কথা। শাহরুখ-কাজলের এই ছবির ক্লাইম্যাক্সের শুটিং হয়েছিল আপ্তা রেলওয়ে স্টেশনে। এই স্টেশনটি মুম্বাই থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে অবস্থিত। চেন্নাই এক্সপ্রেসের শ্যুটিং হয়েছিল কল্যাণ জংশনে। যে ট্রেনে এই দুজন বসেছিলেন সেটা আসলেই একটা ট্রেন ছিল।
আর ব্লকব্লাস্টার ছবি জব উই মেট এর কথা ভুলি কীভাবে? এই ছবিটি শুট হয়েছিল রতলাম জংশনে। এই স্টেশনেই গীত দ্বিতীয়বার তার ট্রেন মিস করে এবং আদিত্যের সাথে তার প্রেমের গল্প শুরু হয়। বরফির শুটিং যে দার্জিলিংয়ে হয়েছিল সেটা তো সকলেই জানেন। শোনা যায়, বলিউডের এভারগ্রীন গান ‘ছাইয়া ছাইয়া’র শুটিং হয়েছিল সিমলা-কালকা রেলওয়েতে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম