।। প্রথম কলকাতা ।।
Mobile Recharge Plans: জিও-র ইউজারদের মাথায় হাত। বেড়ে গেল সব রিচার্জ প্ল্যানের টাকা। ছেলের বিয়ে আগেই এই সিদ্ধান্ত কেন নিলেন মুকেশ আম্বানী? সাধারণের অসুবিধা। এয়ারটেল ভোডারএক ধাক্কায় এতো টাকা বেড়ে গেল! আপনি যত টাকা রিচার্জ করতেন বেড়ে গিয়ে কত হল জানেন তো? কোনটার এক লাফে বাড়ল ৬০০ টাকা।
সাধারণের ক্ষমতার বাইরে। এবার থেকে কোন রিচার্জ প্ল্যান সস্তার পড়বে আপনার ? জানুন সবটা।
৩ জুলাই থেকে নতুন রিচার্জ প্ল্যান কার্যকর হবে। প্রিপেইড এবং পোস্টপেইড দুই রিচার্জের দামই বাড়িয়েছে রিলায়েন্স জিও।প্রিপেইড এবং পোস্টপেইড দুই রিচার্জের দামই বাড়িয়েছে রিলায়েন্স জিও। প্রথমেই আপনাদের জিওর রিচার্জ কত ছিল আর কত বেড়ে হল তার গড় হিসাবটা দিয়ে দিই।
আগে ফোন চালু রাখার জন্য নূন্যতম প্রিপেইড প্ল্যান ছিল ১৫৫ টাকা যা বেড়ে হল ১৮৯। ২৮ দিন আনলিমিটেড কল ও ২ জিবি নেট পাবেন। আর আপনি যদি রোজ ১ জিবি ডেটা চান তাহলে রিচার্জ করতে হবে ২৪৯ টাকার। যা আগে ছিল ২০৯। যাঁরা দু মাস এমনকী ৬ মাস রিচার্জ করে রাখতেন তাঁদরে এখন এক্সট্রে ১০০ টাকার বেশি খরচ করতে হবে। দুমাসের প্রিপেইড প্ল্যানের দাম ৪৭৯ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫৭৯ টাকা। ৭১৯ বেড়ে হল ৮৫৯ টাকা। ৬৬৬ টাকা বেটড়ে হল ৭৯৯ টাকা।
একদিন পরেই ভারতী এয়ারটেলের রিচার্জ প্ল্যান বৃদ্ধির ঘোষণা করা হয়। ১৭৯ টাকার যে প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা ও ১০০ টি মেসেজ মিলত। তার দর বেড়ে হচ্ছে ১৯৯ টাকা। ২৬৫ টাকার যে প্ল্যান তা হল ২৯৯ টাকা। ৪৫৫ টাকার টা হল ৫০৯। ৮৩৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৯৭৯ টাকা।
ভোডাফোন-আইডিয়া গত দুই বছরে ৫জি প্রযুক্তির জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে। সেই খরচ তুলতেই রিচার্জ প্ল্যান বৃদ্ধির সিদ্ধান্ত। এমনটাই মত ওয়াকিবহাল মহলের। আগামী ৪ ঠা জুলাই থেকে নতুন রিচার্জ প্ল্যান দেখে নিন এক নজরে
আগে ২৮ দিনের ২ জিবি ডেটার ন্যূনতম রিচার্জ প্ল্যান ছিল ১৭৯ টাকার। তা বৃদ্ধি করে ১৯৯ টাকা করা হল। ৮৪ দিনের বৈধতায় রোজ ১.৫ জিবি ডেটা প্যাকের দাম। ৭১৯ টাকা থেকে বাড়িয়ে ৮৫৯ টাকা করা হল। এক বছরের যে আনলিমিটেড প্ল্য়ান ছিল ভোডাফোন-আইডিয়ারতা ২৮৯৯ টাকা থেকে বাড়িয়ে ৩৪৯৯ টাকা করা হল। ২৪ জিবি ডেটা লিমিটের এক বছরের প্ল্যানের দামও বাড়িয়ে ১৭৯৯ টাকা করা হয়েছে।
২০২১ সালের ডিসেম্বর মাস থেকে দাম বাড়ায়নি কোনও টেলিকম অপারেটর। এই সময়ের মধ্যে ৫জি স্পেকট্রাম পরিষেবা দিতে শুরু করে এইসব সংস্থাগুলি। এবার ভোডাফোন আইডিয়াও তাদের ৫জি পরিষেবা দিতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বড় ধরনের বিনিয়োগ হওয়ার কারণে দাম বাড়ানোর চাপ আসছিল টেলিকম অপারেটর সংস্থাগুলির উপর। বাজারে প্রতিযোগীতায় টিকে থাকতেই এই সিদ্ধাৈন্ত বলে মনে করা হচ্ছে। তবে তাতে যে আমজনতার পকেটে চাপ পড়বে তা বলাই যায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম