।। প্রথম কলকাতা ।।
Ladies special bus: ঘেমে-নেয়ে, ঠেলাঠেলি করে বাসের ওঠার দিন নাকি শেষ। কলকাতায় চালু হল লেডিস স্পেশাল বাস। তবে কি আর অফিস টাইমে ভিড় ঠেলার ঝক্কি পোহাতে হবে না? তাদের জন্য স্পেশাল বাস চালু হওয়ায় খুশি মহিলা যাত্রীরা। আবার অনেক মহিলারাই বলছেন, অফিস টাইমে মাত্র দুটি বাস তো। বাসের সংখ্যাটা যদি বাড়তো উপকৃত হতেন তাঁরা। তবে অবশ্যই সেদিকে নজর রাখছে প্রশাসন। সবাই বাস ধরার জন্য উন্মুখ থাকেন কর্মীরা। বিভিন্ন শহরের চিত্রটা যেন সব জায়গাতেই এক। চোখের পলকেই তখন ভর্তি হয়ে যায় সেই বাসের সিট। তবে মহিলা যাত্রীদের সুরক্ষার জন্যই এই বাস পরিষেবা চালু করা হয়েছে। এ বাসের কন্ডাক্টর একজন মহিলা।
তবে অনেকেরই দাবি সল্টলেকের দিকে এই ধরনের লেডিস স্পেশাল বাস চালু করার প্রয়োজন রয়েছে। আপনাদেরও কি তাই মনে হয়? আপনারা ঠিক কোন রুটে এই ধরনের বাস পরিষেবা চাইছেন। কমেন্ট বক্সে লিখে ফেলুন ঝটপট। কারণ আপনাদের জন্য রয়েছে সুখবরও। পরীক্ষামূলকভাবেই ব্যবস্থা সফল হলেই রাজ্যের অন্যত্রই পরিষেবা শুরু করার ভাবনায় রয়েছে পরিবহন দপ্তর।
এই স্পেশাল বাস চলছে বালিগঞ্জ পর্যন্ত। নারী-পুরুষ সমান গতিতে ছুটছেন আজকাল। ঘর সামলে অফিসের জন্য বাসের ধরার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয় অনেক মহিলাদেরই। যারা দাঁড়িয়ে থাকেন তারাই বোঝেন কষ্টটা। কখন আসবে ভাব অপেক্ষা করতে হয়। এখন তো সরকারি বেসরকারি অনেক অফিস সল্টলেকে। হাজারে হাজারে যাত্রী যাচ্ছেন সেখানে। আপনারা তো জানেন, শুধুমাত্র কলকাতায় নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মহিলাদের সুরক্ষার জন্য এই ধরনের বাস পরিষেবা রয়েছে। যেমন দিল্লি, মুম্বই ,কেরলে শুধুমাত্র মহিলাদের জন্য বাস চলছে অনেক আগে থেকেই। বাংলাতেও এই পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরা। অনেকে বলছেন, যেসব রুটে ভালো ভিড় হয় সেখানেই মহিলাদের জন্য সরকারি বাস চালানো হোক। তাতে মহিলা পুরুষ সুবিধা হবে উভয়েরই।
আপনারা তো দেখেছেন, অফিস টাইমে বাস মানে তাতে বাদুড় ঝোলা ভিড়। সেই ভিড়ের কারণে বাসে উঠতেই পারেন না অনেক মহিলা। কোনও রকমে উঠলেও পুরুষদের সঙ্গে ভিড়ে অস্বস্তি বোধ করেন অনেক মহিলাই। অনেকে নিরাপত্তার অভাবও বোধ করেন। একসঙ্গে এরকম অনেক স্পেশাল বাস চললে স্বস্তি পাবেন পুরুষ মহিলা উভয়কেই। তাতে কর্মসংস্থান বাড়বে। লাভবান হবে পরিবহণ দফতর।
এই ‘লেডিস স্পেশাল বাস’ হাওড়া স্টেশন চত্বর থেকে ছেড়ে এসপ্ল্যানেড হয়ে দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ জায়গা হয়ে বালিগঞ্জ পৌঁছবে। রোজ সকাল সাড়ে ৯টা এবং ১০টায় দুটো বাস ছাড়বে হাওড়া থেকে বালিগঞ্জের উদ্দেশ্যে। ভাড়া ৮ টাকা থেকে ১১ টাকা। স্কুল-কলেজ ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত মহিলাদের ক্ষেত্রে বিশেষ ছাড় থাকছে। বাসের সামনে লেডিজ স্পেশাল লেখা থাকায় চিনতে পারা যাবে সহজেই। মনে রাখবেন, আগামী অগস্ট মাস থেকে বাসের সংখ্যা কমতে পারে। কারণ ১৫ বছরের পুরনো বাস বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
সেখানে বেশি বেশি ‘লেডিস স্পেশাল বাস’ চালু হলে অন্যান্য বাসে পুরুষরা বেশি করে উঠতে পারতেন। পরিবহণ দফতর অবশ্য বলছে, ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানো হবে।শিয়ালদা স্টেশন থেকেও চালু হবে ‘লেডিস স্পেশাল বাস’। এখন নন এসি ‘লেডিস স্পেশাল বাস’ চালু হল। ভবিষ্যতে এসি বাস করার ভাবনাচিন্তা আছে। অফিস থেকে ফেরার জন্যও রাখা হতে পারে ‘লেডিস স্পেশাল বাস’। মহিলা যাত্রীরা বলছেন, একসঙ্গে সব ভাবনা বাস্তবায়িত হলে তার সুফল পেতেন সকলেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম