।। প্রথম কলকাতা ।।
Weather update: বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে দক্ষিণবঙ্গবাসী। উত্তরে বৃষ্টিতে ভেসে গেলেও দক্ষিণের আকাশে নেই বৃষ্টি। প্যাচপ্যাচে গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তবে বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া। উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে হাওয়ার গতিবেগ তুলনামূলক বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বর্ষা প্রবেশ করলেও সেইভাবে বৃষ্টির দেখা নেই। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে। আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে কমবে তাপমাত্রা।
অন্যদিকে উত্তরবঙ্গে বুধবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ কমবে শনিবার থেকে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে উত্তরে বৃষ্টির প্রাবল্য কিছুটা কমতে পারে। পাশাপাশি পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পং ও নিচের দিকের জেলা মালদা এবং দুই দিনাজপুরে গোটা সপ্তাহ ধরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম