।। প্রথম কলকাতা ।।
Sanghasri Sinha: টেলিপাড়া থেকে এবার বলিউডে পা। ওয়েব সিরিজ দিয়ে মায়ানগরীতে পা রাখছেন সংঘশ্রী সিনহা মিত্র। এই কাজের জন্য পরিচালকদের দুয়ারে দুয়ারে ঘুরতে হয়নি অভিনেত্রীকে। বরং একরকম ডেকেই কাজ দিয়েছেন তাঁরা। আপনারা তো জানেন, রোগা না হলে অভিনয় করা যায় না, এই মিথ ভেঙেছেন সঙ্ঘশ্রী। বডি শেমিং-কে পাত্তা দেননি কোনও দিনই। সেই লড়াইয়ের ফল পাচ্ছেন অভিনেত্রী। কোন সিরিজে দেখা যাবে তাঁকে?
বাংলা টেলিভিশনের পরিচিত মুখ সঙ্ঘশ্রী সিনহা মিত্র। ‘কি করে তোকে বলব’, ‘ফেলনা’-সহ একাধিক ধারাবাহিকে দর্শক দেখেছে তাঁকে। ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকে অভিনয়ে দর্শকদের মন কেড়েছেন তিনি। টেলিভিশন জগতে শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনেও কাজ করেছেন সঙ্ঘশ্রী। একটি নামী চ্যানেলের এক্সিকিউটিভ প্রোডিউসার হিসাবেও কাজ করতেন তিনি। সেই সঙ্ঘশ্রীকে এবার দেখা যাবে সিরিজে।
মালদার মেয়ে সঙ্ঘশ্রী। আশুতোষ কলেজে পড়াশোনার সুবাদে কলকাতায় আসা তাঁর। ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নিজের স্বপ্ন ছুঁয়েছেন অভিনেত্রী। ‘পিল’ সিরিজ দিয়ে বলিউডে পা রাখছেন সংঘশ্রী সিনহা মিত্র। সোশ্যাল মিডিয়ায় সিরিজের এক ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী। লিখেছেন, ‘প্রথম সবকিছুই খুব স্পেশ্যাল।’
এই সিরিজে অভিনেত্রী জুটি বেঁধেছেন কৌতুক অভিনেতা রীতেশ দেশমুখের সঙ্গে। অভিনেতাকে দেখা যাবে একেবারে ভিন্ন মেজাজে। দীর্ঘদিন অভিনেতা রাজেশ শর্মার ম্যানেজার ছিলেন অভিনেত্রী। সেই সুবাদে অনেক ফোন আসত তাঁর কাছে। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘পিল’ টিম। অভিনেত্রীর কথায়, ”ওরা বলল, আপনার সঙ্গেই যোগাযোগ করতে চাইছি। অবাক হয়েছিলাম, আনন্দও হয়েছিল। তারপরে অডিশন দিলাম, কাজ পেলাম।
যেখানে বাংলা বাজারে শিবুদা-নন্দিতাদি ছাড়া আমাকে কেউ কাজ দেয় না, সেখানে এমন অফার সত্যিই আনন্দের। এখানে পরিচালক-প্রযোজকদের কাজের কথা বললে যে প্রতিক্রিয়া পাই, ওখানে সেরকম নয়। মুম্বইতে পরিচালকদের কাছে কাজ চাওয়া বিষয়টা খুব নরম্যাল। এখানে কৌশিকদা, শিবপ্রসাদদার কাছে কাজ চাইতে বা পোর্টফোলিও জমা দিয়ে কখনও হিউমিলিয়েট হতে হয়নি। কিন্তু কিছু পরিচালক-প্রযোজক নিজেদের ভগবান মনে করেন।”
পিল’এর গল্পটা কীরকম? এখানে কোন চরিত্রে দেখা যাবে সংঘশ্রীকে? ভুয়ো ওষুধের একটি চক্র কীভাবে কলুষিত করছে সমাজকে, জীবনকে এই নিয়েই সেজেছে সিরিজের চিত্রনাট্য। এখানে নেগেটিভ চরিত্রে ডক্টর নীলিমা চক্রবর্তীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। সিরিজটি পরিচালনা করছেন জাতীয় পুরস্কার জয়ী রাজকুমার গুপ্ত। যিনি এর আগে ‘নো ওয়ান কিল জেসিকা’, ‘রেড’ পরিচালনা করেছেন। পবন মালহোত্র, অক্ষত চৌহান এই সিরিজে রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। শুটিং হয়েছে চণ্ডীগড়, দিল্লি আর মুম্বইতে। আগামী ১২ জুলাই ২০২৪ সিরিজটি মুক্তি পাবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম