।। প্রথম কলকাতা ।।
Bengali serial: রোশনাই ধারাবাহিকের কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটপাড়া। উড়ন্ত সিঁদুরের পর এবার ভিডিও কলে সিঁদুরদান! একে তো অবাস্তব গল্প তার উপর সেটাও নাকি নকল।হিন্দি সিরিয়াল থেকে হুবহু টুকে দেওয়া হয়েছে রোশনাইয়ের এই সিন। দর্শকদের কটাক্ষের মুখে এবার রোশনাই। কোন সিরিয়াল থেকে টোকা হয়েছে রোশনাইয়ের এই সিন?কিন্তু কী এমন দেখানো হল সিরিয়ালটিতে? কোন দৃশ্য নিয়ে চলছে এত চর্চা?
বাংলা সিরিয়লে এইসব ঘটনা যদিও নতুন নয়। টোকাটুকির গল্প তো চলতেই থাকে। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং-র বন্যা বয়ে যায় যেন। অবশ্য ট্রোল করার মত মালমশলা পেলে মিমাররাই বা চুপ থাকে কেমন করে বলুন? কখনও উড়ন্ত সিঁদুর দিয়ে বিয়ে হয়ে যাচ্ছে তো কখনও আবার ধাক্কা মেরে সিঁদুর গিয়ে পড়ছে নায়িকার কপালে। নিজে নিজে সিঁদুর পরে বিয়েও কিন্তু হয়ে গেছে। তবে স্টার জলসার ‘রোশনাই’তে যা দেখানো হল তা সত্যিই চমকে দেওয়ার মত।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ‘রোশনাই’র সেই ভিডিও ক্লিপ। যেখানে দেখানো হচ্ছে ভার্চুয়াল সিঁদুর দান। ভাবতে পারছেন? সিঁদুর দানও নাকি হচ্ছে ভার্চুয়ালি। আর সেটাও নাকি আবার এক হিন্দি সিরিয়ালের নকল করা। আর সেটা দেখেই হেসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা।
আহলে সম্প্রতি সিরিয়ালে দেখানো হচ্ছে, রোশনাইয়ের স্বামীর জানতে মরিয়া আরণ্যকের পরিবার। চাপে পড়ে বিয়ের কথা স্বীকার তো করে নিয়েছে কিন্তু বরকে আনবে কোথা থেকে? ঠিক হয়, ভিডিও কলে দেখানো হবে রোশনাইয়ের বরকে। ক্যামেরার ওপারে আরণ্যক তাকে সিঁদুর পরাচ্ছে। এদিকে নিজে নিজেই সিঁদুর পরছে রোশনাই। ব্যাস আর যায় কোথায়? এটুকু দেখেই রে রে করে উঠেছে নেট জনতা। দর্শক বলছে, এই একইরকম ঘটনা তো দেখানো হয়েছিল স্টার প্লাসের ‘ঝনক’ সিরিয়ালে। সেখানেও অনিরুদ্ধের হাতের ব্যান্ড দেখে হয়েছিল শুরু হয়েছিল সন্দেহ। এখানেও তাই। তবে কি ‘ঝনক’ থেকেই গল্প টুকে দিয়েছে নির্মাতারা। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চরম ট্রোলিং।
আচ্ছা এই সমস্ত দৃশ্যগুলি দর্শক হিসেবে আপনারা কতটা এঞ্জয় করেন? সত্যিই ভালো লাগে নাকি নির্মাতারা দেখাচ্ছেন বলেই দেখতে হয়? এটা তো সত্যি যে, রোশনাই কিন্তু প্রথম নয়। এর আগেও বহু সিরিয়ালে দেখানো হয়েছে এমন আজগুবি সব সিন। সেই সব দৃশ্য নিয়ে কী বলবেন আপনারা? অবশ্যই জানাবেন কমেন্ট করে।
যারা নিয়মিত এই সিরিয়ালটি দেখছেন তারা তো জানেনই যে, পরিস্থিতির শিকার হয়েই রোশনাইকে বিয়ে করেছে আরণ্যক। অন্যান্য ধারাবাহিকের মতই বাড়ির বৌয়ের মর্যাদা রোশনাই পায়নি। নতুনের মোড়কে সেই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। সেটা নিয়েও চর্চা কিছু কম হচ্ছেনা। কেউ বলছে, ‘যাক এই ভাবে বিয়ে করলে বাবার টাকা বাঁচবে।’ তো কারও মন্তব্য, ‘নেশা করে আলাদা জায়গাতেই পৌঁছে গেছেন।’
তবে এটা তো তাও মানা যায়। আপনাদের সসুরাল সিমর কা’ সিরিয়ালটির সেই আইকনিক সিনের কথা মনে আছে? যেখানে শাশুড়ির চড় খেয়ে বৌমা দরজার পর্দায় গিয়ে পড়ল। সেই পর্দা গলায় পেঁচিয়ে গেল বৌমার গলায়। ‘এমনও দৃশ্য ভাবা যায়?’ সেই মিম তো আজও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম